সন্তানের বেডরুমে মহাকাশযান!

একটা সময় ছিল যখন শিশুরা খেলনা গাড়ি, বাস, ট্রেন, ভিডিও গেইম ইত্যাদি নিয়ে খেলতো। এখন সময়টা পাল্টেছে। শিশুরা এখন কম্পিউটার গেইম খেলছে, আইপড, আইপ্যাড, ট্যাবলেট ইত্যাদি অত্যাধুনিক ডিভাইস নিয়ে সময় কাটাচ্ছে। তার চেয়েও এক ধাপ ওপরে রয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের এক পিতা জেফ হাইস্মিথ। ৪ বছরের পুত্রকে তিনি নাসার মডেলের একটি স্পেসশিপ সিমিউলেইটর উপহার দিয়েছেন। তিনি নিজেই তৈরি করেছেন খেলনা নভোযানটি। সন্তানের শোবার ঘরে এটি রেখেছেন তিনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। আসল মহাকাশযানের হুবহু নকল এ কৃত্রিম ও ছোট মহাকাশযানে রয়েছে কন্ট্রোল, সুইচ, এলইডি রিডআউট, সাউন্ড ইফেক্ট, একটি রোবোটিক হাত ও আসল মহাকাশযানের মতো অন্যান্য বস্তু। জয়স্টিকের সাহায্যে ইঞ্জিন ও থ্রাস্টারের আলো ও শব্দ নিয়ন্ত্রণ করা যায়। এতে রয়েছে হেডসেট, যার মাধ্যমে নভোযান ও অপর কক্ষে অবস্থিত মিশন কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যাবে। শুধু তাই নয়। এতে যে সাব-উফার সংযোজন করা হয়েছে, তার মাধ্যমে নভোযানটি আকাশে ওড়ার অনুভূতি পাওয়া যাবে। কম্পনের ধরনটা হবে একই রকম। কয়েক মাস আগে জেফ প্রথমে একটি মিশন কন্ট্রোল ডেস্ক বানিয়েছিলেন। এরপর তিনি তৈরি করেন খেলনা নভোযান। আসল শব্দ সংযোজনে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করেছেন তিনি। মহাকাশযানে চড়ার জন্য বিশেষ নভোচারীর বিশেষ স্যুটতো থাকছেই। সন্তানের জন্য পিতার এ ধরনের ভাবনা ও উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

No comments

Powered by Blogger.