দারোয়ানের দায়িত্বে স্কুল শিক্ষার্থীরা

দারোয়ান ছুটিতে- তাই বলে কি অরক্ষিত থাকবে স্কুলের প্রধান ফটক। সুতরাং তড়িঘড়ি করে শ্রেণীতে শ্রেণীতে ‘নোটিশ’ দিলেন স্কুলের প্রধান শিক্ষক- ‘দারোয়ানের অনুপস্থিতিতে স্কুল পাহারার দায়িত্ব তুলে নিতে হবে ছাত্রদের কাঁধে। এখন থেকে ছাত্রদেরই দল বেঁধে পালাক্রমে পাহারায় দাঁড়াতে হবে স্কুলের গেটে।’ তারপর থেকেই শিক্ষার্থীরাই প্রহরীর দায়িত্ব পালন করেছে।
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীরা ক্লাস করার পাশাপাশি স্কুল গেটে দারোয়ানের দায়িত্ব পালন করছে। কর্তৃপক্ষের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছে না তারা। স্কুল কর্তৃপক্ষ বলছে, দারোয়ান ছুটিতে আছে। তাই শিক্ষার্থীদের গেটে দায়িত্ব পালন করতে হচ্ছে। এনডিটিভির খবরে বলা হয়, বুধবার পশ্চিম দিল্লির রামজাস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা দারোয়ানের অনুপস্থিতিতে গেটে দায়িত্ব পালন করছে।

No comments

Powered by Blogger.