ইমরানের স্বপ্নভঙ্গ, নওয়াজের স্বস্তি

গদি হারানোর যে ফাঁদে পড়েছিলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ- হঠাৎ এক লাফেই তা টপকালেন। আর এই আকস্মিক লম্ফে তাকে শক্তি ধার দিল তারই বিরোধী দলগুলো। আর কে ঠেকায়! মহাতংক থেকে মুক্তি মিলল- মোটামুটি স্বস্তিতে নওয়াজ। কিন্তু ভাগ্যের ফেরে পড়ে গেলেন আরেকজন। ইমরান খান। রাতারাতি প্রধানমন্ত্রী বনে যাওয়ার স্বপ্নে জুটল অনাকাক্সিক্ষত চপেটাঘাত। পাক পার্লামেন্টের জরুরি বৈঠকে বুধবার সে আভাসই রঙিন হয়ে উঠল। পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান এবং পাকিস্তান আওয়ামী তেহরিক (পিএটি) নেতা তাহিরুল কাদরিকে রীতিমতো তুলোধুনো করেছেন ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্যরা। বুধবার দ্বিতীয় দিনের মতো ন্যাশনাল অ্যাসেম্বলির যৌথ অধিবেশনে দেশের গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেয়ায় এই দুই নেতার তীব্র সমালোচনা করা হয়। জরুরি এই যৌথ অধিবেশনে উপস্থিত ছিলেন পিটিআইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেহমুদ কোরেশি, শফকাত মাহমুদ এবং আসাদ ওমর। এ সময় পিটিআই এবং পিএটির দাবিকে দেশের গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেন ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্যরা। তারা অবস্থান কর্মসূচির ইতি টানতে এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানে আন্দোলনরতদের প্রতি আহ্বান জানান। আওয়ামী ন্যাশনাল পার্টির সিনেটর জাহিদ খান বলেন, গণতন্ত্র এবং সংবিধান রক্ষায় সব রাজনৈতিক দল প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পাশে আছে। নওয়াজের পদত্যাগ দাবি গণতন্ত্রের অবমাননার শামিল। পিটিআই এবং পিএটির প্রতি ইঙ্গিত করে ন্যাশনাল পার্টির সিনেটর হাসিল বিজেনজো বলেন,
‘আজ কেউ যদি সংবিধান এবং গণতন্ত্রের প্রতি চ্যালেঞ্জ জানায়, আমরা সব দল ঐক্যবদ্ধ হয়ে তাদের এই পবিত্র প্রতিষ্ঠানের ওপর আঘাত করতে দেব না।’ পিটিআইর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘পিটিআই ভাইদের বলব- রাজনীতিতে আসুন, আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন এবং জয়ী হয়ে পার্লামেন্টে আসুন।’ ইমরান খানকে উদ্দেশ করে বিজেনজো বলেন, ‘পার্লামেন্টের কাছে কবর খোঁড়া এবং কফিন বহনের মতো কাজ ঔদ্ধত্যপূর্ণ। আপনি পার্লামেন্টকে গোরস্থান বানাতে চান। তাহলে আজ আমরা এ পার্লামেন্টে আপনার রাজনীতিকে কবর দিয়ে দেব।’ ইমরানকে উদ্দেশ্য করে শেরপাও বলেন, ‘আগে বিরোধীদলীয় নেতা হোন, এরপর প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখুন। কারচুপির সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ থাকলে জনসম্মুখে প্রকাশ করুন। কারচুপি নিয়ে ঝড় তুলে কোনো প্রমাণ দিতে পারবেন না, এটা মেনে নেয়া হবে না।’ নওয়াজকে অকুণ্ঠ সমর্থন : পাকিস্তানে দৃশ্যত সেনাবাহিনীর মদদে সৃষ্ট রাজনৈতিক সংকটের মধ্যেই মঙ্গলবার বেশ কিছু শুভ সংবাদ পাওয়া গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল মঙ্গলবার সংসদের যৌথ অধিবেশনে পাকিস্তানের সব রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছেন। পাশাপাশি নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণার জন্য লাহোর হাইকোর্টে যে মামলা দায়ের করা হয়েছিল তাও খারিজ করে দেয়া হয়েছে। রাজনৈতিক সংকট নিরসনে সরকারের প্রতিনিধিদের সঙ্গে বুধবার আবার বৈঠক করেছেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ ও পাকিস্তান আওয়ামী তেহরিক দলের প্রতিনিধিরা।

No comments

Powered by Blogger.