কাহিনীচিত্রে আদনান তানজিন তিশা

প্রথমবারের মতো টেলিভিশন কাহিনীচিত্রে অভিনয় করছেন আরশাদ আদনান ও তানজিনা তিশা। ব্যাংকের চাকরির পাশাপাশি অভিনয়েও সময় দেন আদনান। অন্যদিকে প্রতিশ্র“তিশীল অভিনেত্রী হিসেবে এরই মধ্যে নির্মাতাদের মন কাড়তে সক্ষম হয়েছেন তানজিনা তিশা। এই দুই শিল্পীকে নিয়ে সম্প্রতি সেতু আরিফের রচনা ও সাজ্জাদ সুমনের পরিচালনায় নির্মিত হয়েছে টেলিভিশন কাহিনীচিত্র ‘কাঠ গোলাপের বসন্ত’। কাহিনীচিত্রের পটভূমি গড়ে উঠেছে এই দুই শিল্পীকে ঘিরেই। তাদের নিত্যজীবনের ধারাবাহিকতার পাণ্ডুলিপিই হচ্ছে কাঠগোলাপের বসন্ত। এতে অভিনয় প্রসঙ্গে আরশাদ আদনান বলেন, ‘আমার চরিত্রের নাম রুবায়েত।
ভীষণ চ্যালেঞ্জিং একটি চরিত্র। ভালো অভিনয় করার চেষ্টা করেছি। তানজিন তিশার সঙ্গে আমার প্রথম কাজ। বেশ উপভোগ্য ছিল কাজটি। আশা করছি দর্শকের ভালো লাগবে।’ তানজিন তিশা বলেন, ‘আদনান ভাইয়ার সঙ্গে আমার প্রথম কাজ হলেও তিনি ভীষণ আন্তরিক। তার সঙ্গে কাজ করে রীতিমতো আমি মুগ্ধ।’ ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত টেলিভিশন কাহিনীচিত্র ‘কাঠগোলাপের বসন্ত’ আসছে ঈদে মাছরাঙ্গা টিভিতে প্রচার হবে বলে নির্মাতা জানান।

No comments

Powered by Blogger.