সিরিয়ায় অপহৃত মার্কিন সাংবাদিক ছাড়া পেলেন

ফ্রিল্যান্স সাংবাদিক পিটার থিও কার্টিস
সিরিয়ায় অপহৃত হওয়ার প্রায় দুই বছর পর গত রোববার মুক্তি পেয়েছেন মার্কিন ফ্রিল্যান্স সাংবাদিক পিটার থিও কার্টিস। কাতারের মধ্যস্থতায় মুক্তির পর কার্টিসকে জাতিসংঘের প্রতিনিধির হাতে তুলে দেওয়া হয়। খবর আল-জাজিরা। সিরিয়ায় মার্কিন সাংবাদিক জেমস ফলিওর শিরশ্ছেদের ঘটনার কয়েক দিন পরই কার্টিস মুক্তি পেলেন।
সিরিয়ায় প্রবেশের চেষ্টাকালে ২০১২ সালে তুরস্কের সীমান্তবর্তী এলাকা থেকে কার্টিসকে অপহরণ করে আল-কায়েদার সঙ্গে যুক্ত জঙ্গিসংগঠন আল-নুসরা ফ্রন্ট। জাতিসংঘের শান্তিরক্ষীদের কাছে সিরিয়ার আল-রাফিদ এলাকায় কার্টিসকে হস্তান্তর করা হয় বলে জানিয়েছে জাতিসংঘ।

No comments

Powered by Blogger.