শিরোপা ফেদেরার ও সেরেনার

সিনসিনাটি ওপেনের শিরোপা জিতে বছরের শেষ গ্র্যান্ডস্লাম ইউএস ওপেনের প্রস্তুতিটা ভালোই সেরে রাখলেন রজার ফেদেরার। ফাইনালে স্পেনের ডেভিড ফেরারকে হারিয়েছেন সুইজারল্যান্ডের এই তারকা। যুক্তরাষ্ট্রের সিনসিনাটিতে রোববার ফেরারের বিপক্ষে ফেদেরারের জয়টি অবশ্য সহজে আসেনি। ম্যাচটি তিনি জেতেন ৬-৩, ১-৬, ৬-২ গেমে। সিনসিনাটি ওপেনে এটি ফেদেরারের ষষ্ঠ শিরোপা। আর ক্যারিয়ারের ৮০তম। ২৫ অগাস্ট শুরু হবে হার্ড কোর্টের গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট ইউএস ওপেন।
এদিকে ঘরের কোর্টের গ্র্যান্ডস্লাম ইউএস ওপেনের প্রস্তুতি ভালোই সেরে রেখেছেন সেরেনা উইলিয়ামস। সাবেক একনম্বর তারকা আনা ইভানোভিচকে হারিয়ে সিনসিনাটি ওপেনের শিরোপা জেতেন বর্তমানের এই একনম্বর তারকা। যুক্তরাষ্ট্রের সিনসিনাটিতে সার্বিয়ার তারকা ইভানোভিচকে ৬-৪, ৬-১ গেমে সহজেই হারান সেরেনা। সিনসিনাটি ওপেনে ছয়বার অংশ নিয়ে এবারই প্রথম শিরোপা জিতলেন উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে। আর এই শিরোপা জিতে যেন জানান দিলেন, এবার ঘরের কোর্টের টুর্নামেন্টে তাকে হারানো এত সহজ হবে না। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এ বছরের ইউএস ওপেন শুরু হবে ২৫ আগস্ট। ওয়েবসাইট।

No comments

Powered by Blogger.