নেইমার ট্র্যাজেডি -ব্রাজিল কাঁদছে নেইমারের জন্য

এমন ঘটনার জন্য হয়তো প্রস্তুত ছিলেন না কেউই। ফুটবল উৎসবের রঙ ফিকে হয়ে পড়লো ব্রাজিলিয়ানদের। চলতি বিশ্বকাপে সুপার তারকা নেইমারকে খেলতে দেখা যাবে না আর। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে চোট নিয়ে এবারের বিশ্বকাপ স্বপ্ন ভাঙলো নেইমারের। আর এতে মন ভাঙলো বিশ্বজুড়ে অগণিত ভক্তের। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার ডিফেন্ডার হুয়ান কামিলা জুনিগার ট্যাকলে আঘাত নিয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় অশ্রুসিক্ত নেইমারকে। ব্রাজিলের সংবাদমাধ্যম জানায়, এ সময় ড্রেসিং রুমে নেইমারকে দেখা যায় যন্ত্রণায় কাতর। পরে ফোর্তালেজা হাসপাতালে স্বাস্থ্য-পরীক্ষায় নেইমারের কোমরের হাড়ে চিড় ধরা পড়ে। এ সময় ফোর্তালেজায় সান কার্লোস হাসপাতালের বাইরে উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছিলেন হাজার ভক্ত-সমর্থক। পরে ব্রাজিল ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, এবারের বিশ্বকাপে আর খেলা হচ্ছে না নেইমারের। ব্রাজিল দলের ডা. রদ্রিগো লাজমার জানান, নেইমারের মেরুদ-ের আঘাত সেরে উঠতে কমপক্ষে এক মাস সময় লাগবে। তবে এজন্য অস্ত্রোপচারের দরকার হবে না। নেইমারের আকস্মিক এ ঘটনায় মুষড়ে পড়েছে পুরো ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় নিয়েও স্বস্তি নেই ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারির। সেমিফাইনালে ব্রাজিল লড়বে তিনবারের চ্যাম্পিয়ন জার্মানির সঙ্গে। স্কলারি বলেন, নেইমার প্রতিপক্ষ খেলোয়াড়দের ফাউলের শিকার হচ্ছিল আসরের প্রতি ম্যাচেই। এ নিয়ে আমি রেফারিদের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি বারবার। তবে কলম্বিয়ান তারকা জুনিগা বলেন, এটা ছিল খেলার মাঠের সাধারণ এক ঘটনা। আমি নেইমারকে আঘাত দিতে চাইনি কিছুতেই। দেশের হয়ে খেলছিলাম আমি। আর আমার সেরা খেলাটা দেয়ার চেষ্টা করছিলাম ম্যাচজুড়ে। অকস্মাৎ ঘটনায় নেইমারের প্রতি সহমর্মিতা দেখাচ্ছেন অন্য তারকারাও। স্প্যানিশ লীগে এফসি বার্সেলোনা দলে নেইমারের সতীর্থ তারকা লিওনেল মেসি সহানুভূতি জানিয়ে বার্তা দিয়েছেন ফেসবুকে। আর্জেন্টাইন অধিনায়ক এতে লিখেছেন, বন্ধু দ্রুত সুস্থ হয়ে ওঠো। নেইমারের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ইতালির মারিও বালোতেলি, জার্মান তারকা মেসুত ওজিল, লুকাস পোডলস্কিরা। আলাদা বার্তা রেখেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ। ঘটনার পর প্রেসিডেন্ট রুসেফ টুইটারে লিখেন, আমরা তোমার সঙ্গে আছি, ফোরকা নেইমার।

>>যন্ত্রণায় কাতর ভূপাতিত নেইমার l>> মেরুদণ্ডে মারাত্মক আঘাত পেয়ে কাতরাচ্ছেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বিশ্বকাপই শেষ হয়ে গেল এ আঘাতে। ছবি: রয়টার্স
এদিকে প্রিয় তারকা বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন, এ বিষয়টি ব্রাজিলের মানুষ কোনভাবেই বিশ্বাস করতে পারছেন না। গতকাল ব্রাজিল দলের এক সমর্থক বলেন, নেইমার আমাদের দলের স্তম্ভ। অন্য দলগুলোয় নির্ভরশীল একাধিক খেলোয়াড় দেখা গেলেও আমাদের একমাত্র ভরসাটা ছিলেন নেইমার। সেমিফাইনালে উজ্জীবিত জার্মানির বিরুদ্ধে লড়বে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে এক গোল পাওয়া ব্রাজিল দলের অধিনায়ক থিয়াগো সিলভা-ও খেলতে পারছেন না সেমিফাইনাল। দুই হলুদ কার্ডের খাঁড়ায় জার্মানির বিপক্ষে ম্যাচে সাইডলাইনে থাকতে হচ্ছে ব্রাজিল অধিনায়ককে। নেইমারের ইনজুরির ঘটনায় ফেসবুক, টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও নিন্দার ঝড় বইছে। বিশ্ব ফুটবল সংস্থা ফিফার কাছে কলম্বিয়ান ডিফেন্ডার জুনিগারের কড়া শাস্তি দাবি করছেন সমর্থকরা। আলেকজান্দ্রা নামের এক সেলেসাও ফুটবল সমর্থক বলেন, নেইমার শুধু আমাদের একমাত্র খেলোয়াড় নয়। আমাদের ফ্রেডের মতো খেলোয়াড় আছে। কিন্তু, পরক্ষণেই কান্নায় ভেঙে পড়েন এ ফুটবল সমর্থক। রেনান নামের অপর এক সমর্থক ভাঙা ভাঙা ইংরেজিতে বলেন, ব্রাজিল নেইমারের ওপর বেশ নির্ভরশীল হলেও, যেভাবেই হোক কোয়ার্টার ফাইনালের ফল আমাদের পক্ষে ছিল। তিনি বলেন, আমাদের রক্তে ফুটবল রয়েছে। জিতি বা হারি, আমরা আমাদের সেরাটা উজাড় করে দেবো। এবারের বিশ্বকাপের টপ ফেভারিট ব্রাজিলের শুরুটা ছিল নেইমার নৈপুণ্যে ভাস্বর। ক্রোয়েশিয়ার বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে শেষ পর্যন্ত ব্রাজিল পায় ৩-১ ব্যবধানের জয়। নেইমার এতে করেন জোড়া গোল। ক্যামেরুনের বিপক্ষে গ্রুপের গুরুত্বপূর্ণ শেষ ম্যাচেও জোড়া গোল দেখান নেইমার। শুক্রবার ফোর্তালেজা থেকে ব্রাজিল দলের সঙ্গেই রিও ডি জেনিরো ফেরেন নেইমার। বিমানবন্দরে আবেগাপ্লুত হয়ে পড়েন ব্রাজিল দলের খেলোয়াড়রা। পরে সেখান থেকে অ্যাম্বুলেন্সে তেরোসোপসিসে ব্রাজিল দলের অনুশীলন ক্যাম্পে পৌঁছেন নেইমার। বেলো হরিজোন্তের মাঠে স্বাগতিক ব্রাজিল আগামী ৮ই জুলাই জার্মানির বিপক্ষে নামবে সেমিফাইনালে। 

No comments

Powered by Blogger.