ব্রাজিলের তারকা খেলোয়ার নেইমারের ২০১৪ বিশ্বকাপ শেষ!

ব্রাজিলের তারকা খেলোয়ার নেইমারের ২০১৪ বিশ্বকাপ শেষ! এই বিশ্বকাপে তাকে আর দেখা যাবেনা। কলম্বিয়ার সাথে খেলায় জুয়ান জুনিগার হাঁটুর গুতোয় তার মেরুদণ্ডে যে প্রচণ্ড আঘাত লাগে, তাতে নিজের চোখের জল আর ধরে রাখতে পারেনি ২২ বছরের এই তারকা। শেষ পর্যন্ত তাকে পাঠাতে হয়েছে হাসপাতালে।

>>কলম্বিয়ার জুয়ান জুনিগার হাঁটুর গুতোয় মেরুদণ্ডে আঘাতের পর নেইমার
স্ট্রেচারে করে যখন তাকে মাঠ থেকে নিয়ে যাওয়া হয় তার আগেই চোখ-মুখ ফ্যাকাসে হয়ে যায় সব নেইমার ভক্তের। ব্রাজিলের কোচ লুই ফেলিপ স্কোলারি বলেছেন গত তিন ম্যাচ ধরে তাকে ঘায়েল করার চেষ্টা হয়েছে। সেমি ফাইনালে যে নেইমার আর খেলতে পারছেনা, তা এখন নিশ্চিত। দলের চিকিৎসক রডরিগো লাসমার বলছেন তার সুস্থ হতে কয়েক সপ্তাহ লেগে যাবে।
কলম্বিয়ার বিরুদ্ধে দাপুটে ২-১ দাপুটে জয়ে জার্মানির বিপক্ষে সেমিফাইনালের আগে এই ম্যাচ থেকে দুশ্চিন্তার খোরাক ভক্তদের কপালে ভাঁজ ফেলে দেয়। শেষ ১০ মিনিটের মাথায় স্ট্রেচারে করে মাঠ  ছাড়ার মধ্য দিয়েই বিশ্বকাপটিই শেষ হয়ে গেল নেইমারের। সেই সঙ্গে কলম্বিয়ার গোলরক্ষক দাভিদ ওসপিনাকে অহেতুক ফাউল করে টুর্নামেন্টে দ্বিতীয় হলুদ কার্ড দেখা থিয়াগো সিলভাও তো খেলতে পারবেন না সেমিফাইনাল।

No comments

Powered by Blogger.