মেসির চমকেই আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে

মেসি গোল করেন নি তবে করিয়েছেন তার অসামান্য দক্ষতায়। অতিরিক্ত সময়ের খেলা শেষ হওয়ার মাত্র দুই মিনিট আগে ডি মারিয়ার দারুণ গোলে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলো আর্জেন্টিনা। আজ রাতেই যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের মধ্যে জয়ী দল কোয়ার্টার ফ্ইানালে খেলবে আর্জেন্টিনার বিরুদ্ধে। আর্জেন্টিনা সুইজারল্যান্ড খেলায় ৯০ মিনিটে কোন দলই গোল করতে পারেনি। সাও পাওলোতে আরেনা করিন্থিয়ান্স-এ  বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডের খেলায় আর্জেন্টিনা বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। সুযোগ পেয়েছিল সুইজারল্যান্ডও। কাগজে কলমে ২০০০০ আর্জেন্টাইন সমর্থক খেলা দেখদে ঢুকলেও  প্রায় সারা গ্যালারি জুড়েই দেখা গেছে তাদের জার্সি। আর্জেন্টাইন সমর্থক হবে প্রায় ৪০০০০। দু’তিন জায়গায় দেখা যায় লাল জার্সি গায়ে সুইস সমর্থক। তবে আসনসংখ্যা ছিল ৬২৩২২, যার অনেকই শুন্য পড়ে ছিল। দুই দলের খেলোয়াড়দের ফাউল করে খেলার প্রবণতা খেলার সৌন্দর্য নষ্ট করে দেয়। আগুয়েরোর পরিবর্তে আজ মাঠে নেমেছেন লাভেজ্জি। ম্যারডোনাকে মাঠে দেখা না গেলেও উপস্থিত ছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। তাকে মাঠে স্বাগত জানান ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার। দেখে মনেই হয়নি এই সুইজারল্যান্ড দল প্রথম পর্বে ফ্রান্সের কাছে ৫-২ গোলে হেরেছিল। উল্টো প্রথমার্ধে অন্তত দুটি আসল সুযোগ পেয়েছিল সুইজারল্যান্ডই। আর্জেন্টিনা ৪-৩-৩ পদ্ধতিতে আর সুইজারল্যান্ড ৪-৫-১ পদ্ধতিতে খেলা শুরু করে।

No comments

Powered by Blogger.