পুতিনের শরীরের ভাষা পড়তে পেন্টাগনে গবেষণা

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগনের একদল গবেষক রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিনের শারীরিক অঙ্গভঙ্গি (বডি ল্যাংগুয়েজ) নিয়ে গবেষণা শুরু করেছে বলে এক কর্মকর্তা জানিয়েছে। এএফপির শনিবারের প্রতিবেদনে এ কথা জানা যায়। গবেষকরা জানিয়েছেন, এই গবেষণা পুতিনের কর্মকাণ্ড বুঝতে ও কোনো সিদ্ধান্তে তার মতামত সম্পর্কে আগে থেকেই যথাযথ অনুমান করতে যুক্তরাষ্ট্রকে সাহায্য করবে। বিশেষ করে ইউক্রেনের আধা স্বায়ত্তশাসিত ক্রিমিয়া উপদ্বীপে সেনা পাঠানোর পর ভ­াদিমির পুতিন পরবর্তী কি পদক্ষেপ নেবে তা জানতে এই গবেষণার ফলাফল প্রয়োগ করলে যথেষ্ট সুবিধা পাওয়া যাবে। সাধারণত কোনো ভিডিও ফুটেজ থেকে সেকেন্ডেরও ভগ্নাংশ সময়ের স্থির ছবি নিয়ে এ ধরনের গবেষণা করা হয়। অঙ্গভঙ্গি গবেষণায় মানুষের মনস্তত্বের অনেক দিকসহ তার রুচি, অভ্যাস, পছন্দ ইত্যাদিও প্রকাশিত হয় বলে গবেষকরা দাবি করেছেন। এর আগে যুক্তরাষ্ট্রের অঙ্গভঙ্গি বিশ্লেষকরা বিভিন্ন দেশের পনের জন নেতার শারীরিক ভাব ভঙ্গি বিশ্লেষণ করেছেন। এদের মধ্যে রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন, ইরাকের সাদ্দাম হোসেন এবং আল কায়দার নেতা ওসামা বিন লাদেন উল্লেখযোগ্য। উল্লেখ্য অঙ্গভঙ্গি নিয়ে এ ধরনের গবেষণা ইতিপূর্বে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দফতরের অধীনে পরিচালিত হলেও এবারই প্রথম প্রতিরক্ষা দফতরের অধীনে পরিচালিত হতে যাচ্ছে।

No comments

Powered by Blogger.