অভিনয় করব এটা কখনও ভাবিনি

*কোন কোন নাটকে অভিনয় করছেন?
**ধারাবাহিক টিট ফর ট্যাট, নির্বিকার মানুষ, চুপ কথাসহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করছি। প্রতিটি নাটকই বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে।
*সামনে দুটি বিশেষ দিবস আছে। এ উপলক্ষে কোন নাটকে অভিনয় করেছেন?
**বিশ্ব ভালোবাসা দিবসে ‘নুনতা চা’ নামে একটি নাটক প্রচার হবে। ২১ ফেব্র“য়ারি আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে প্রচার হবে ‘আলো আঁধারে যাই’ নাটক।
*দর্শকদের মতে নাটকের মান কমছে। এ বিষয়ে আপনার মন্তব্য কী?
**যেটি সত্য, সেটি তো সবাই বলবেই। দিন দিন আমাদের নাটকের মান কমছে।
*আপনার মতে কেন নাটকের মান কমছে?
**আমাদের দেশে অনেক মেধাবী পরিচালক আছে। কিন্তু তারা কোনো কাজ করতে পারছেন না। নাটকের বাজেট এত কম, একদিনে একটি খণ্ড নাটক শেষ করতে পারলে ভালো। এ অবস্থা যদি চলতে থাকে তাহলে মান কমবে না তো বাড়বে?
*কে বাজেট কমিয়ে দিচ্ছে, প্রযোজক না টিভি চ্যানেল?
**আমি সঠিকটা পরিষ্কার করে বলতে পারব না। প্রযোজক একটি নাটকে খুব কম লাভ করেন এটা সত্যি। আরও একটা বিষয় লক্ষণীয়, আমাদের দেশীয় পণ্যের বিজ্ঞাপন বিদেশী চ্যানেলে প্রচার হয়। অথচ আমাদের নাটক ভালো বাজেট পাচ্ছে না।
*উপস্থাপনায় ব্যস্ততা কেমন?
**আমি যে অভিনয় করব এটা কখনও ভাবিনি। উপস্থাপনা করছি, সারা জীবন করতে চাই।
*আপনার কোন গুণটা হারিয়ে যাচ্ছে?
**আমি নাচতে পারতাম। নাচ শিখেছি, নাচ করে জাতীয় পুরস্কার পেয়েছি। এখন সেই নাচ হারিয়ে যেতে বসেছি।
বিএম ইমরান

No comments

Powered by Blogger.