১৯৮৪র শিখ দাঙ্গার তদন্ত চায় আম আদমি

১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার তদন্ত দাবি করেছে দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টি (এএপি)। বুধবার আম আদমি পার্টি দাবি তুলেছে, বিশেষ তদন্তকারী দলকে দিয়ে দিল্লির ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার তদন্ত করাতে হবে। সম্প্রতি ‘টাইমস নাউ’ চ্যানেলকে দেয়া একান্ত সাক্ষাৎকারে কংগ্রেস সহ-সভাপতি রাহুল স্বীকার করেন যে, তার দলের কয়েকজন সদস্য ওই দাঙ্গায় জড়িত ছিলেন। তিনি এর জন্য দলের হয়ে ক্ষমা চাইতে চান কি না জিজ্ঞাসা করা হলে, রাহুল রাজি হননি। তিনি বলেন, ‘আমি তো ওই সময় দলে ছিলাম না।’ এই মন্তব্যের পর রাহুল তার দলকে বিপদে ফেলেছেন বলে মনে করা হচ্ছে। ১৯৮৪ সালে শিখ দেহরক্ষীদের হাতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার খবর ছড়িয়ে পড়ার পর দিল্লির কয়েক হাজার শিখ নরনারীকে হত্যা করা হয়।
অভিযোগের আঙুল ওঠে বেশ কয়েকজন কংগ্রেস নেতাকর্মীদের দিকে। তদন্তের দাবি নিয়ে দিল্লির লে. গভর্নর নাজিব জংয়ের সঙ্গে দেখা করেন রাজ্যের আম আদমি পার্টির (এএপি) সরকারের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এক সরকারি কর্মকর্তা জানান, প্রায় আধঘণ্টা ধরে নাজিবের সঙ্গে কথা বলেন কেজরিওয়াল। তার দাবি বিবেচনা করে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন লেফটেন্যান্ট গভর্নর। বৈঠক শেষে কেজরিওয়াল সাংবাদিকদের বলেন, ‘লেফটেন্যান্ট গভর্নর আমার দাবি নিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। মন্ত্রিসভার আগামী বৈঠকে আমরা প্রস্তাবিত বিশেষ তদন্তকারী সংস্থার গঠন এবং নিয়মাবলী নিয়ে আলোচনা করব।’ দিল্লি দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের হয়ে বহু মামলা লড়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী এইচএস ফুকলা। তিনি জানান, ২০০২ সালের গুজরাট দাঙ্গার ক্ষেত্রে সিট-এর তদন্তে কংগ্রেস যদি রাজি থাকতে পারে তাহলে ১৯৮৪-এর দাঙ্গার ক্ষেত্রে তারা মত দিচ্ছে না কেন? সরকার যে ওই দাঙ্গায় জড়িত ছিল, তার এর থেকে জোরালো প্রমাণ আর কি বা হতে পারে? ইান্ডয়া টুডে।

No comments

Powered by Blogger.