‘নির্বাচন নয় সিলেকশন হচ্ছে’- ড. বদিউল আলম মজুমদার

সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার নির্বাচন বিষয়ে বলেন, এটা নির্বাচন নামের প্রহসন হচ্ছে। এটাকে আমরা বলতে পারি সিলেকশন। সিলেকশনকেই ইলেকশন বলে চালিয়ে দেয়া হচ্ছে।
গণতন্ত্র কায়েম হওয়ার জন্য প্রাথমিক পদক্ষেপ হলো নির্বাচন। কিন্তু প্রতিদ্বন্দ্বী ছাড়া নির্বাচন হলে গণতন্ত্রের ওই প্রাথমিক পদক্ষেপ হোঁচট খায়। মানবজমিন অনলাইনকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতার মাসেও দুই দল একটা সমাধান বের করতে পারছে না। মুক্তিযুদ্ধের স্বপ্ন, চেতনাগুলো হলো, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সামাজিক সুবিচার, সততা, আইনের শাসন, একতা এগুলো। কিন্তু এগুলো এখন অনুপস্থিত। অনেক রক্তের বিনিময়ে স্বাধীনতা এসছে আমাদের দেশের। এখনও সেখানে রক্ত ঝরছে মানুষের। এটা ভাবতেই কষ্ট হচ্ছে। ভূখণ্ড স্বাধীন হয়েছে। কিন্তু তার সুফল ঘরে ওঠেনি। কিছু লোক আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। কিন্তু স্বপ্ন বাস্তবায়ন হয়নি। এ অবস্থার পরিবর্তন জরুরি।

No comments

Powered by Blogger.