৫০ বছর পরও কানে ভাসে সেই কণ্ঠস্বর

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির মৃত্যুর পাঁচ দশক অতিবাহিত হওয়ার পরও কানে ভাসে সেই কণ্ঠস্বর। মার্কিনিরা যেন আজও তার দৃপ্ত-বক্তব্য শুনতে পায়। যুক্তরাষ্ট্রের চতুর্থ প্রেসিডেন্ট যিনি কিনা হোয়াইট হাউসে আতাতায়ীর গুলিতে নিহত হন। অত্যন্ত বাগ্মী এ ডেমোক্র্যাট নেতার হত্যাকে মার্কিন নিরাপত্তাকে হত্যার শামিল হিসেবে অভিহিত করা হয়। এদিকে যুক্তরাষ্ট্রের প্রয়াত প্রেসিডেন্ট জন এফ কেনেডির সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বারাক ওবামা ও বিল ক্লিনটন। কেনেডির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত বুধবার এক অনুষ্ঠানের অংশ হিসেবে তারা শ্রদ্ধা জানিয়েছেন বলে বিবিসি ও এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।
আর্লিংটনের জাতীয় সমাধিতে বর্তমান প্রেসিডেন্ট ওবামা ও সাবেক প্রেসিডেন্ট ক্লিনটন একসঙ্গে তাদের শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় কেনেডির পরিবারের সদস্যরা ছাড়াও, সাবেক মার্কিন ফার্স্ট লেডি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদনের সময় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ঐতিহ্যবাহী করুণ সুর বাজানো হয়। শুক্রবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট কেনেডির হত্যাকাণ্ডের ৫০ বছর পূর্ণ হবে। এরআগে ওবামা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক প্রেসিডেন্সিয়াল মেডাল অব ফ্রিডমে ভূষিত করেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে। ক্লিনটন ছাড়াও অপরাহ উইনফ্রে, প্রয়াত নভোচারী শেলি রাইড এবং নারীবাদী গ্লোরিয়া স্টেইনিম চলতি বছর প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম পদক পেয়েছেন।

No comments

Powered by Blogger.