প্রধানমন্ত্রিত্ব নয়, শান্তি চাই: শেখ হাসিনা

বিরোধী দলের ধ্বংসাত্মক রাজনীতিতে গভীর ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি প্রধানমন্ত্রিত্ব নয়, শান্তি চান।
আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে খতিব ও শ্রেষ্ঠ প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলনে ভাষণে শেখ হাসিনা এসব কথা বলেন। খবর বাসস ও ইউএনবির।

‘বিএনপি ও জামায়াত ক্যাডাররা এখন হরতালের নামে মানুষ পুড়িয়ে মারছে’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বাস করেন, যখন দেখি এভাবে মানুষ পোড়ায়, তখন এত কষ্ট লাগে, মনে হয় প্রধানমন্ত্রিত্ব দরকার নাই। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। মানুষের শান্তি ও উন্নয়ন চাই। মানুষের এত কষ্ট সহ্য হয় না।’ ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আওয়াল স্বাগত বক্তব্য দেন।

 ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম মাওলানা মো. নিজামউদ্দিন নোমানী ও জাতীয় খতিব সম্মেলনের আহ্বয়ক মাওলানা জালালউদ্দিন কাদেরী অনুষ্ঠানে বক্তব্য দেন।


প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত ক্যাডাররা পেট্রল ঢেলে ঘুমন্ত মানুষকে হত্যা করছে। এ ধরনের নৃশংসতা সহ্য করা যায় না। সাম্প্রতিক হরতালের সময় বিএনপি-জামায়াতের নির্মমতায় নিহত ১৫ বছরের শিশু মনির হোসেনের কথা উলে­খ করে তিনি বলেন, ‘তাদের ক্যাডাররা মানুষকে অগ্নিদগ্ধ হতে দেখে হেসেছে।’


শেখ হাসিনা হরতাল প্রত্যাহারের জন্য গত ২৬ অক্টোবর বিরোধীদলীয় নেতাকে তাঁর টেলিফোন করার কথা আবার উল্লেখ করে বলেন, ‘বিরোধী দলের নেতা হরতাল প্রত্যাহারে আমার অনুরোধ রাখেননি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত-হেফাজত যুদ্ধাপরাধীদের বিচার বন্ধে মরিয়া হয়ে উঠেছে। মানুষের কল্যাণে এ বিচার সম্পন্ন হতে হবে। ... কারণ, যুদ্ধাপরাধীরা গণহত্যা, অগ্নিসংযোগ এবং মা-বোনদের সম্ভ্রমহানির মতো অপরাধ করেছে। বাংলার মাটিতে তাদের বিচার হতেই হবেই।’

‘ইসলাম শান্তির ধর্ম। এখানে সন্ত্রাস বা জঙ্গিবাদের কোনো স্থান নেই’ উল্লেখ করে যারা তাদের অপতত্পরতার মাধ্যমে ইসলামকে জঙ্গিবাদী ধর্মে পরিণত করে ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চায় ও মানুষের ওপর নির্মমতা চালায়, তাদের সম্পর্কে সতর্ক থাকার জন্য প্রধানমন্ত্রী আলেম, উলেমা, খতিব ও ইমামদের প্রতি আহ্বান জানান।


শেখ হাসিনা বলেন, ‘বিএনপি-জামায়াত-হেফাজত আজ এক হয়ে মানবতাবিরোধী অপরাধের বিচার বন্ধের জন্য মরিয়া হয়ে উঠেছে। মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের ছিল অন্যতম শর্ত। এজন্য যেকোনো মূল্যে এই বিচার বাংলার মাটিতে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।’


প্রধানমন্ত্রী বলেন, ইসলামে মিথ্যার কোনো স্থান নেই। কিন্তু আজকে একটি স্বার্থান্বেষী মহল আওয়ামী লীগের নামে অপপ্রচারে নেমেছে। এরা পবিত্র কোরআন শরিফ পোড়ায়। মসজিদ ভাঙচুর করে। ধর্মের নামে মানুষ হত্যা করে। অথচ পবিত্র ইসলাম এ ধরনের কাজের অনুমোদন দেয় না।


শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার সব সময়ই ছিল। কিন্তু মিথ্যার বিজয় সব সময় হয় না। আজ জনগণের কাছে স্পষ্ট যে, এ দেশের মানুষের আর ইসলামের প্রকৃত উন্নয়ন আওয়ামী লীগের দ্বারাই হয়।

এর আগে প্রধানমন্ত্রী জাতীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম এবং শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রথম আলোর (১৯৮)  মন্তব্য সহঃ


  • ১১১
    ৩৩
    সময় থাকতে লাইনে আসুন।মানুষদের শান্তি দিন।
    • ৪২
      ১১
      Best decision will be you resign as soon as possible and hope we can have some peace!
    • ৬১
      ১৯
      প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বাস করেন, যখন দেখি এভাবে মানুষ পোড়ায়, তখন এত কষ্ট লাগে, মাননীয় প্রধান মন্ত্রী ছাত্রলীগের ছেলেরা যখন চাপাতি দিয়ে বিশ্বজিতদের হত্যা করে তখন কি আপনার খারাপ লাগে না? তখন কি আপনার প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দিতে ইচ্ছা করে না ?
    • ১৬
      ৩২
      ওই উস্রিংখলদের দমন করে সমাজে শান্তি বজায় রাখুন দ্রুত নির্বাচন করে নুতন সরকার উপহার দিন।
    • ৪৯
      ১৫
      যা বললেন তাতো সম্ভব না
    • ৮৯
      ২৩
      প্রধানমন্ত্রিত্বের দরকার নাই, শান্তি চাই: হাসিনা - jokes of the year
    • ৬৯
      ২০
      আহ কি কষ্ট হয় বুবুর !
    • ৬২
      ১৩
      হাসবো না কাদবো, বুঝতে পারছি না, আমি কী সত্যি বাংলাদেশের প্রধানমন্ত্রী বক্তব্য শুনলাম না অন্য কারও ?????
    • ৫৭
      ১২
      যত শীঘ্রই বোধোদয় হবে ততই মঙ্গল । নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে আবার ক্ষমতায় আসুন , আবার প্রধানমন্ত্রী হন তাতে কোন আপত্তি নেই ।
    • ৪৬
      ১৩
      Get down from the chair,save the country.
    • ৩০
      ১৪
      অবশেষে বোধোদয়!
    • ৩৬
      ১১
      দেশটাকে তো আইসিইউতে পাঠিয়ে ছেড়েছে আপনাদের দুই পরিবার।
    • ৪৭
      মিলন ভাই, এভাবে বলছেন কেন ? উনি বলেছেন, "............. আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। মানুষের শান্তি ও উন্নয়ন চাই। মানুষের এত কষ্ট সহ্য হয় না।’। ব্যাস, তাহলেতো আর কোন সমস্যা রইলোনা। বিরোধীদলের দাবিও তো তাই। উনি নির্দলীয় কারো হাতে দায়িত ছেড়ে দিয়ে একটি নির্বাচনের আয়োজন করলেইতো দেশে আর অশান্তি থাকে না।
    • ৫২
      প্রধানমন্ত্রী বড় ইচ্ছা করে আপনার কথা বিশ্বাস করতে।
    • ১৯
      ৪৬
      আওয়ামীলীগ না থাকলে দেশে ধর্মের নামে চলতো জংগী তান্ডব। ওরা ধর্মের নামে করে অধর্মের কাজ।
    • ৪২
      ১৩
      মাননীয় প্রধানমন্ত্রী ভালোই মানুষ হাসাতে পারেন।
    • ৩১
      ১০
      তবে তাই হক । শুভ কাজে দেরী করতে নেই ।
    • ১৩
      ১৬
      ১৮টা ২৫সে লিখা মন্তব্য প্রকাশ পেয়ে ছে অথচ আমার ১৭টা ৪১ সের মন্তব্য এখনো প্রকাশ পায়নি। কেন?
    • ৪০
      ১১
      শুনলে আমার হাসি পায়, শেখ হাসিনা সান্তি চায়।
    • ১৭
      আজকের সংকটের জন্য খালেদা জিয়া দায়ী । হাইকোর্টে তত্বাবধায়ক সরকার বাতিল করার পর , সংবিধান সংশোধনের জন্য গঠিত কমিটি বি এন পির কাছে তাদের মতামত জানানোর জন্য বারবার আহ্বান জানায় । বি এন পি তাদের অবসথান পরিষকার করেনি ।
    • ১৬
      সাদ্দাম বেচে থাকলে হেসে দিত !
    • ২১
      বিরুধি দলের উস্রিংখলতায় হতাশ হলে চলবে না প্রধানমন্ত্রী, সেটাকে শক্ত হাতে দমন করেই সমাজে শান্তি ফিরিয়ে আনতে হবে।
    • ১৫
      সাধারণ জনগণের শান্তির স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রীর শুভবুদ্ধির উদয় হোক।
    • ১১
      বেগম জিয়াকও এই কথা বলেন।
    • ১০
      হা হা হা হা আমাদের পরধান
    • ১৪
      samir ahmed@ বিশ্বজিত এর হত্যাকারি প্রত্যেকই ছিল ছাএলিগে বিএনপি-জামাতের অনুপ্রবেশকারী। বিশ্বজিত এর প্রধান হত্যাকারি শাকিলের ভাই জেলা যুবদলের সভাপতি, তার পরিবারে সবাই আওয়ামি বিরোধী।শাকিলের বাবা ছিল ইউনিয়ন বিএনপির সভাপতি।এই সরকারই বিশ্বজিত এর হত্যাকারিদের বিচার শুরু করেছে।
    • ১২
      @samir ahmed; ছাত্রদল ও শিবিরের ছেলেরা কত ভাল তা অতীতে এবং বর্তমানে দেখছি এবং আপনাদের জন্য ভবিষ্যতে মনে হয় আবাও দেখা লাগবে।
    • প্রথম আলো @ আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হোক।
    • ১৩
      মনির কে যেভাবে বাহিনী পুড়িয়ে মারল, তার বিচার কে করবে ? দেশের মানুষের শান্তির জন্য প্রধানমন্ত্রি অত্যন্ত দুঃখর থেকে এই কথা বলেছেন। এভাবে হরতাল হয় না, একে হরতাল বলে না।
    • ১৭
      প্রধানমন্ত্রী কে বলছি! আপনি প্রধানমন্ত্রিত্ব ছাড়বেননা, আপনাকে দেশের সাধারন জনগন চায়, আপনি খমতায় থাক্্লে দেশের সাধারন জনগন, গরিবেরা শান্তিতে থাকে। আমরা আপনাকে চাই।
    • ১৩
      এখনও সময় আছে দয়া করে সঠিক কাজটি করুন মাননীয় প্রধানমন্ত্রী।
    • ১২
      @samir-বিশ্বজিৎ হত্যা খারাপ লেগেছিল বলেই ছাত্রলীগ নেতাদেরকে গ্রেফতার করলো এবং শাস্তি পেতে হচ্ছে ।
    • ১১
      বিশ্বাস করেন, যখন দেখি এভাবে মানুষ পোড়ায়, তখন এত কষ্ট লাগে, মনে হয় প্রধানমন্ত্রিত্ব দরকার নাই। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। মানুষের শান্তি ও উন্নয়ন চাই। মানুষের এত কষ্ট সহ্য হয় না।’ ""আমার বাচ্চাকে এ কথা শুনিয়ে প্রচন্ডভাবে হাসতে বলব।"
    • মাননীয় প্রধানমন্ত্রী, এই মুহূর্তে পদত্যাগ করে আমাদের শান্তি দিন।
    • আপনি যে শান্তি চান , মুখে নয় কাজে প্রমাণ দিন।
  • ৪৬
    ১০৯
    খালেদার আগুনে দেশ আজ চরম অশান্তিতে ভুগছে, শত শত লোক বোমায় এবং আগুনে জ্বলে মরছে। খালেদার হিংস্রমনের জ্বালা কবে মিটবে।
    • ২৩
      ৫০
      ওই খালেদা, দেশের জনগন থেকে হবে আলেদা।
    • ৪২
      ১৮
      আপনার ''জ্বালাতনী'' কমেন্ট করা কবে কমাবেন ?? সত্যিই আপনি রাজনীতিকদের মত ''মন্তব্য'' পাতায় জ্বালাতন করেই চলেছেন @ ফুহাদ।
    • ৩৪
      ১১
      ভাল মন যে কার?? জাতি তা ভাল ভাবেই জানে........
    • ১০
      অবাক লাগলো, ৪৭ ডিজলাইক !! তারমানে জনগন এই মানুষ পোড়ানোকে সমথন দিচ্ছে। খালেদার দাবি না মানলে সে সরকার এর সাথে এটার ফয়সালা করুক ? অসহায় জনগনের কি দোষ ? জনগনের দোষ যে কি সেটা ৪৭ টা ডিজলাইক দেখে বুঝা যাচ্ছে !!
    • ১৬
      ফুহাদের ''জ্বালাতনী'' কমেন্ট কমবে......। যখন জাতি পাবে একটি ফেয়ার ইলেকশন এবং ফল হবে গাজিপুরের মত!!
    • শুনলে আমার হাসি পায়,
    • when you will change your mentalaty
    • ১১
      ফহাদ রুপম-দের কমেন্ট যা দেয় সবই পাবলিশড।
    • ১০
      দেলোয়ার ভাই তাদের সব কমেন্ট প্রথম আলোর নীতিমালার পড়ে, আমাদেরটাই কাটছাঁট অথবা রিজেক্ট
    • ১৩
      জি। আপনার নেতরির মতই কথা বলেছেন।
    • ১১
      হাসিনা জোর করে খমতায় না থাক্লে ত এই সমসসা হয়না
    • উস্কানী মূলক সংবিধান সংশোধন থেকেই শুরু এই অশান্তির শুরু ।
  • ৭৫
    ২২
    Drama drama drama !!!!!!!!!!
    • ১৭
      ১০
      Drama everywhere......
  • ৭৫
    ১৫
    আপনার স্মৃতিশক্তি কমে যাবার কারনে সাত বছর আগে আপনি কি করেছেন তা ভুলে গেছে।আপনি ও খালেদা জিয়া একই মুদ্রার এপিঠ ওপিঠ মাত্র।আমরা এখন আপনাদের কবল থেকে মুক্তি চাই।
    • ১০
      ২২
      সম্মুখ সমরে যে পেরেছে সে জিতেছে ,কাপুরুসের মত নিরীহ শিশুকে , সি এন জি চালক কে বাস ড্রাইভারকে , জাত্রিকে জালিয়ে মারার চাইতে উত্তম ।
    • Double like
    • ১১
      সোয়া কোটি ভুয়া ভোটার লিষটে অন্তর্ভুক্ত করে নাই । সব সময় সকুল কলেজ মাষঠার দ্বারা ভোটার লিষট করা হলেও আজিজ মিয়া বি এনপির কর্মী সমর্থকদের দ্বারা তখন ভোটার লিষট তৈরী করেন । পচ্ছনদের প্রধান উপদেষটা নিয়োগের জন্য বিচারপতিদের বয়স বাড়ান এবং ইয়াজ উদ্দীন মতো হ্যালো উপদেষটা দ্বয়িত্ব পালনে সিদ্বান্ত নিতে না পারার জন্য চার জন উপদেষটা পদত্যাগে বাধ্য হন । এল এল বি পাশ না করা স্বত্বেও ফয়েজীকে বিচারপতি নিয়োগ করেন এবং বিচারক হিসাবে কোন মামলায় বিচার শেষে আদেশ না দিলেও মাহা জোটের একজন ক্যান্ডিডেটকে নির্বাচনের অযোগ্য ঘোষনা করেন যাতে করে নির্বাচন ভন্ডুল হয়ে যায় । এরপরও কোন সুষথ মাথার লোক বলতে পারে বি এন পি ২০০৬ সালে সুষট নির্বাচন চেয়েছিলো ? অন্যদিকে হাসিনা নিজে খালেদা জিয়াকে ফোন করে সমস্যা সমাধানের জন্য দাওয়াত করেছেন , আলাপ -আলোচনার মাধ্যমে কিভাবে সুষট নির্বাচন করা যেতে পারে তার জন্য । আলোচনা ব্যার্থ হলে , খালেদা জিয়ার কর্মসূচী মেনে নেওয়া যেত । চেষটা না করেই অন্যকে অপবাধ দেওয়া উচিত নয় । আসলে খালেদা জিয়া সুষট নির্বাচন নয় , ১৯৯৬ ও ২০০৬ সালের জনগনের আনদোলনে পদত্যাগে বাধ্য হওয়ার প্রতিশোধ ন্তে চায় ।
    • ১৪
      বিএনপি জামাতের আস্ফালন দমন করতে হলে শেখ হাসিনা সরকারের বিকল্পও নাই। তাই শেখ হাসিনাই প্রধানমন্ত্রী থাকুক।
  • ৯৫
    ১৮
    মাননীয় প্রধানমন্ত্রী ভালোই মানুষ হাসাতে পারেন।আপনিই বলেছিলেন একটা লাশের বদলে দশটা লাশ চাই
    • উনি মুখে বলছেন শুধু। আরেকজন করেই যাচছেন, কি ক্কমতায় কি বিরোধী দলে।
    • ১২
      আপনারা লাশ ফেলে দিবেন, মানুষ পুড়িয়ে মারবেন আর প্রধান মন্ত্রী তার অনুভুতি প্রকাশ করতে পারবেন না?? ভালই বুঝেন দেখছি।
  • ৫৫
    মন থেকে বলছেন তো ?
  • ৬৪
    ১৪
    Why don't you resign?
    • ১৪
      ৩১
      পদত্যাগ করলে কি ভালো থাকবেন? চিন্তা করেন সঙ্গে জামাতী সাপের বিষ..........
  • ৬৫
    ১৭
    সাপের মত মানুষ হত্যও এ জাতি দেখেছে।
    • ১৯
      আক্রান্ত হলে আপনি কি করতেন? এ
    • ১১
      ২৬
      তখন মানুষ মরেনাই রাজাকার মরেছিল।
    • শুনলে আমার হাসি পায়,
    • মনিরকে যে আগুন দিয়ে মাড়লেন এটার জন্য কিছু লিখুন ?
  • ৭০
    ১৫
    ধন্যবাদ...........। এবার গদি ছেড়ে দিয়ে অন্য কাউকে দেন......... যাতে জাতি একটি ফেয়ার ইলেকশন পায়।
    • শুধু অন্য কাউকে দিলেতো হবেনা সবার গ্রহণযোগ্য কাউকে দিতে হবে। প্রেসিডেন্ট, স্পীকার, মেনন সবাইতো আওয়ামী লীগের লোক। উনাদের মানিনা। নিরপেক্ষ ব্যক্তির আকাল পড়ে নাই এই দেশে। নিরপেক্ষ কারো তত্ববধানে নির্বাচন হতে হবে।
    • agree
  • ৬৯
    ১৩
    প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বাস করেন, যখন দেখি এভাবে মানুষ পোড়ায়, তখন এত কষ্ট লাগে, মাননীয় প্রধান মন্ত্রী ছাত্রলীগের ছেলেরা যখন চাপাতি দিয়ে বিশ্বজিতদের হত্যা করে তখন কি আপনার খারাপ লাগে না। তখন আপনার প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দিতে ইচ্ছা করে না ?
    • ১২
      আমি কি শুনিলাম । কি পড় লাম ।আমার মাথায় পানিদে মা ।না প্রথম আলো ভুল লিখলো।
  • ৮১
    ১৬
    গান পাউড়ার দিয়ে, লগি বৈঠা দিয়ে যখন মানুষ মেরেছিলেন তখনতো কষ্ট লাগেনাই মাননীয় প্রধানমন্ত্রী
    • সম্মুখ সমরে যে পেরেছে সে জিতেছে, কাপুরুসের মত নিরীহ শিশুকে, সি এন জি চালক কে বাস ড্রাইভারকে , জাত্রিকে জালিয়ে মারার চাইতে উত্তম ।
  • ৫৫
    ..। " প্রধানমন্ত্রিত্ব দরকার নাই। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। মানুষের শান্তি ও উন্নয়ন চাই .." We hope that you mean it by heart. Congratulation !
  • ৬৮
    ১৫
    শান্তি চাইলে আপনি পদত্যাগ করেন।
    • ১৯
      পদত্যাগ করলেতো রাজাকারদের সুবিধা হয়। ওরা নিজেরাই ঐ গদিতে বসার সাধ আছে।
    • She has to prove by Resign
  • ২০
    ৬৭
    কিন্তু আপনার সৎ চিন্তাকে কে আবার খালেদা দুরবলতা ভাববেন ।
    • ১১
      এই ... কে ভাই.. অচেনা ভাই.. নাম প্রকাশে এখনই ভয় পান.... আপনারা হেভী চালু...
  • ৬০
    ১৪
    প্রধানমন্ত্রিত্বের দরকার নাই, শান্তি চাই: হাসিনা".... বিশ্বাস করতে পারছি না!!!!!!!!!!!
    • শেখ হাসিনা অনেক নূতনত্ব ও আধুনিকতা এনেছেন এদেসের রাজনিতিতে তার সব চাওয়াই পূর্ণ হয়েছে। তিনি দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিয়েছেন এখন দেশকে এগিয়ে নিতে নুতন নেতৃত্ব আসবে এটাই স্বাভাবিক। ক্ষমতা ছেড়ে দেয়া এটা তার জন্য নুতন নয়।
    • শেখ হাসিনা অনেক নূতনত্ব ও আধুনিকতা এনেছেন এদেসের রাজনিতিতে তার সব চাওয়াই পূর্ণ হয়েছে। তিনি দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিয়েছেন এখন দেশকে এগিয়ে নিতে নুতন নেতৃত্ব আসবে এটাই স্বাভাবিক। ক্ষমতা ছেড়ে দেয়া এটা তার জন্য নুতন নয়।
  • ৬৫
    ১৮
    মিথ্যা কথা বলার জায়গা পায়না।। বাপের মতো ভাসন দিয়ে মনে করছে শেখ মুজিব হয়ে যাবে…
  • ৬১
    ১৩
    শান্তিই যদি চান তবে নির্দলীয়তা মেনে নেন না প্লিজ।
    • ১৩
      তাইলে একটা ইয়াজউদ্দিনের মত বানায়া দেক
    • ১৮
      নির্দলীয় নির্বাচনে হেরে গেলে খালেদা কি বলবে , পুকুর চুরি ?
  • ৩১
    ৬৩
    "বিরোধী দল যদি বলতে পারে সংলাপ আর হরতাল একসাথে চলতে পারে, তাহলে সংলাপ আর গ্রেফতারও একসাথে চলতে পারে।" রাশেদ খান মেননের কথাটা চরম লাগছে সভ্য সমাজে নয়, পশুদের যায়গা আলাদা, ওগুলোকে খোঁয়াড়ে পুরে রাখাই উত্তম।
    • ১১
      ভাই অাপনি হচ্ছেন
    • ১৩
      আপনি এখনও বাইরে !
    • ১০
      শাহিন ভাই কি জামাতিদের কথা বলছেন ?
    • No politician is human
    • আপনার সাথে একমত । সুন্দর লিখেছেন।
  • ১০
    So why dont you step down as PM?
  • আলহামদুলিল্লাহ, এইত বরফ গলা শুরু করেছে। এইবার বিরোধী দলের উচিত কাকে প্রধানমন্ত্রী পদে আনা যায় সেই বেপারে আলোচনার জন্য এগিয়ে আসা।
  • ১৫
    কেউ কি বলেছে আপনি প্রধানমন্ত্রী থাকেন ? পদত্যগ করুন ।
    • জনগন ও সংসদ ভোট দিয়ে তাঁকে প্রধান মন্ত্রী করেছে। আপনি সেই জনগনের মধ্যে পড়েন না। আপনার আশায় গুরেবালি।
    • একটা লাশের বদলে দশটা লাশ চাই নিবর্াচিত এই প্রধানমন্ত্রীই বলেছিলেন ।
  • ১১
    বিরুধি দলের উস্রিংখলতায় হতাশ হলে চলবে না প্রধানমন্ত্রী, সেটাকে শক্ত হাতে দমন করেই সমাজে শান্তি ফিরিয়ে আনতে হবে।
    • Rupom দের ভালোবাসার টানে অন্তত মনিরের শোক ভুলে আপনি প্রধানমন্ত্রীর পদটি ধরে রাখুন মাননীয় প্রধানমন্ত্রী।
  • ১২
    “আমি প্রধানমন্ত্রীত্ব চাই না। মানুষের শান্তি ও উন্নয়ন চাই। মানুষের এত কষ্ট সহ্য হয় না।” মানুষের শান্তি চাইলে ও উন্নয়ন চাইলে, এবং মানুষের কষ্ট সহ্য না হলে প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন।
  • ১২
    তাহলে মাননীয় পি এম আপনি সরে দাড়ান অন্তর্বর্তীকালীন সরকার এর প্রধান থেকে সব ল্যাঠা চুকে যাবে
  • ১০
    প্রধানমন্ত্রিত্বের দরকার নাই, শান্তি চাই।
  • ১৫
    "মা" রে এতদিন কোথায় ছিলি ..............কোথায় ছিল তোর এই মনের বিশালতা ............।
  • ১৪
    তোরা আমারে মাইরালা রে মাইরালা।
  • ১৮
    প্রধানমন্ত্রিত্বের দরকার নাই, শান্তি চাই: হাসিনা, ছি, ছি
  • ১৬
    কথা আর কাজে মিল দেখছি না বড়ই দুঃখজনক।
  • ১৬
    দয়া করে সরে গিে জাতিকে মুক্তি দেন।
  • ১৫
    আমরা সাধারন জনগনত এ্টাই চাই যে, আপনি নির্বাচনের সময় প্রধানমন্ত্রীর পদটা ছেড়ে দেন।
  • ১৭
    বুবুজান, মানে মানে চলে যান।
  • ১৪
    মাননীয় প্রধানমন্ত্রী, ইতিহাস সবাই গড়তে পারে না। আপনি বঙ্গবন্ধু’র কন্যা, আপনি পারেন ইতিহাস গড়তে। চাটুকারদের বৃত্ত থেকে বেরিয়ে এসে বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণ করে কালজয়ী হোন। ইতিহাসই আপনাকে স্মরণ করবে। ক্ষমতালোভী ও ব্যর্থদের নয়।
  • ১৫
    তাহলে পদোৎাগ করুন আমরা সান্তি পাি
  • মাননীয় প্রধানমন্ত্রীর কথা যদি কাজে পরিণত করতেন তবে বাংলার মানুষ খুব খুব শান্তিতে থাকত।
  • ১৩
    আপনি প্রধানমন্ত্রীত্ব ছাড়লেই তো দেশের মানুষ শান্তিতে থাকবে
  • ১৪
    তাহলে পদত্যাগ করুন ।
  • এই গদির জন্যইতো এত কিছু করছেন, এত সহজে ছেড়ে দিবেন?
  • ১৩
    মাননীয় প্রধানমন্ত্রী দেশের ১৬ কৌটি জনগন আপনার শুভ বুদ্ধি উদয়ের অপেক্ষায়।
  • ১১
    আপনার সৎ চিন্তাকে কে আবার খালেদা দুরবলতা ভাববেন ।Thank You............. Prime Minister.......
  • ভিশন ২০২১ মাননীয় প্রধানমন্ত্রী। হাউ ফুলফিল ?
    • নির্বাচন করে আবার প্রধান মন্ত্রী হবেন এবং ভিশন ২০২১অবশ্যই পূর্ণ হবে বাংলাদেশও এগিয়ে যাবে।
  • প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বাস করেন, যখন দেখি এভাবে মানুষ পোড়ায়, তখন এত কষ্ট লাগে, মনে হয় প্রধানমন্ত্রিত্ব দরকার নাই। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। মানুষের শান্তি ও উন্নয়ন চাই। মানুষের এত কষ্ট সহ্য হয় না।’ হ্যা দুই দল একেত্র বসে নিরপেক্ষ কাউকে প্রধান মন্ত্রির দ্বায়ীত্ব দিয়ে আপিন অব্যহিত নিন তা হলে দেশের জনগন আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে।
  • ১০
    ১) আমি প্রধানমন্ত্রীত্ব চাই না, শান্তি চাই। ---শেখ হাসিনা ২) বিরোধীদলের নেতার নিরাপত্তার দায়িত্ব আমাদের। --- স্বরাস্ট্রমন্ত্রী।
  • ১৯
    হাসতে হাসতে পেট বেথা হয়ে গেলো রে বাবা!
  • ১১
    আপনি ছেড়ে দিলে - জামাত BNP আসপলন আরো বেরে যাবে, তাই বলছে এদের সাথে আপোস হবে না।
    • ১০
      বিএনপি জামাতের আস্ফালন দমন করতে হলে শেখ হাসিনা সরকারের বিকল্পও নাই। তাই শেখ হাসিনাই প্রধানমন্ত্রী থাকুক।
  • ১৫
    প্রধানমন্ত্রিত্বের দরকার নাই, শান্তি চাই: হাসিনা আপনার এই কথার ''বাস্তবায়ন'' চাই : আমরা জনগন ।
  • ১১
    আর কত
  • ১০
    বিএনপি জামাতকে বর্জন করলেই দেশে সুস্ঠু গনতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং নিশ্চিত আগামী ১০ বছরেই উন্নয়নে থাইল্যান্ড বা মালয়েশিয়াকে ছেড়ে যাবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে। কারণ বাঙ্গালী স্বভাবতই শান্তিপ্রিয়, তবে শরীরে বিষকাটা থাকলে সেটা অনুভব করা যায়না।
  • ১৬
    প্রধানমন্ত্রিত্বের দরকার নাই,না আপনার তো প্রধানমন্ত্রিত্বের দরকার , দেশ গললায় জাক ,শান্তি চাইলে আপনি পদত্যাগ করেন।
  • ১৬
    So pls handover power to Caretaker Govt.
  • ১৩
    আমি যদি আগেই জানি যে, আমার কথা রেকর্ড করে প্রচার করব; তবে তো আমি সুন্দর ভাষায়ই কথা বলব।
  • ১৬
    আপনি ও খালেদা জিয়া একই মুদ্রার এপিঠ ওপিঠ মাত্র।
  • বাংলাদেশের প্রতিটি লোক্‌ই আজ শান্তি চায়। কিন্তু শান্তির ঠিকানা যেন কোথায় হারিয়ে গেছে। চরম হতাশা আমাদের পিচু ছাড়চেইনা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ, দয়া করে একটা সুষ্ঠু সমাধান করুন।
  • ১৩
    জননেত্রী জনগনের শান্তির কথা চিন্তা করে মুখের কথা কে বাস্তবে পরিনত করুন।
  • আপনার খমতার লোভই এর কারন
  • আওয়ামী লীগ তো হরতাল কি জিনিস এটা জানেই না।
  • কোথায় হাসিনা আর কোথপায় খালেদা
  • মাননীয় প্রধানমন্ত্রী, শুধু মুখে না বলে প্রমাণ দিন।
  • তবে সমস্যার সমাধান হয়ে গেল । নির্দলিয় সরকারের অধিনে নির্বাচন দিন ।
  • Good realization but belated.
  • সত্যিই যদি কষ্ট হয় তো আপনার একান্ত সচিবকে বলুন না বিরোধী দলের প্রধানের কার্য্যালয়ে ফোন করে আলোচনার দিনক্ষণ ঠিক করে ফেলতে যদি ধরেই নিই বিরোধী নেত্রী অবুঝ আপনি তো তা নন আপনি যে তা নন তা কজে প্রমান করুন অযথা কথা বলে সময় নষ্টকরে আপনি নিজের কষ্ট বাড়াচ্ছেন কেন বুঝলাম না??!!
  • যত তাড়াতাড়ি প্রধানমন্ত্রিত ছাড়বেন তত মঙ্গল আমাদের।
  • প্রধানমন্ত্রিত্বের দরকার নাই, শান্তি চাই: হাসিনা। শুনলে আমার হাসি পায়
  • রাজনিতি আর বাসতবতা সমান না।
  • আসলে মহত বাক্তি রায় দেসের জননে ভাবে ...................
  • জনাব শাহীন,সেটাই ভাবছি।
  • আর কত ভেলকিবাজি করবেন মানুষের সাথে
  • বিশ্বাস করেন, যখন দেখি এভাবে মানুষ পোড়ায়, তখন এত কষ্ট লাগে, মনে হয় প্রধানমন্ত্রিত্ব দরকার নাই। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। মানুষের শান্তি ও উন্নয়ন চাই। মানুষের এত কষ্ট সহ্য হয় না।’ ""আমার বাচ্চাকে এ কথা শুনিয়ে প্রচন্ডভাবে হাসতে বলব।""
  • তাহলে এখনি পদত্যাগ করে নিরপেক্ষ একজন ব্যাক্তির কাছে ক্ষমতা দিয়ে নির্বাচন দিন.
  • অন্তত শেখ হাসিনা মসজিদে উলুধ্বনি দেয়ার মত কাজ করেন নি ৫ বছরে ,জঙ্গি হামলা নাই জঙ্গি দমনে ১০০% সাফল্য এটাই জনতার পাওয়া চাওয়া ছিল ।
  • আগুনে মানুষ পোরে হরতাল , এটা নয়তো গনতন্ত্রের তাল । হরতাল দিয়ে মাঠে নাই , জঙ্গি দিয়ে মানুষ পোড়ায় ? জঙ্গি দিয়ে হরতাল , ধিক্কার জানাই এই নোংরা চাল । রাজাকার বাঁচাতে খালেদা , করেনা যেন এই আশা ।
  • Best jokes of this century. কথা শুনে মনে হয় এমন ভালো মানুষ বাংলাদেশ কেন সারা দুনিয়ায় খুজে পাওয়া যাবে না।
  • আমি কি শুনিলাম । কি পড় লাম ।আমার মাথায় পানিদে মা ।না প্রথম আলো ভুল লিখলো।
  • We are waiting to see, you will do what you said
  • Most of the comments are not respectful. She is the present prime minister of the country.
  • I am not unhappy !!!
  • প্রধানমন্ত্রিত্বের দরকার নাই, শান্তি চাই: হাসিনা, নির্দলীয় সরকার চাই; জনগন।
  • ঠাকুর করে কে রে আমি কলা খাই না।
  • না আপনি আবেগ তাড়িত হবেন না। কঠিন সময়ে আপনাকে আরো শক্ত হতে হবে। এটা আপনার ব্যক্তিগত চাওয়া পাওয়ার বিষয় নয়। আপনি জাতির জন্য অনেক বড় কঠিন কাজে হাত দিয়েছেন। এ কাজ আপনাকেই শেষ করতে হবে।
  • আপনারা অ বলেন আমরা অ শুনি .কি আর বলব ............
  • কেউ বিশ্বাস করবে বলে মনে হয় না।
  • hahahaha.
  • উনি একবার বলেন সর্বোচ্চ ত্যাগে প্রস্তুত এখন বলেন প্রধানমন্ত্রিত্ব চান না!
  • প্রধানমন্ত্রিত্বের দরকার নাই, শান্তি চাই: । শান্তিই যদি চান তবে নির্দলীয়তা মেনে নেন না প্লিজ।
  • একথা শুনে কি করবো? হাসবো নাকি অন্য কি করবো বুঝতে পারছি না।
  • মন্তব্য নয় , বাস্তবায়ন চাই।
  • Ok now stop your mouth and resign your ministry.
  • মেয়াদ তো শেষ, মাননীয় prime minister. কি সব যে বলেন আর লোক হাসান!!
  • খালেদা যে করে হোক ....মেরে হোক ক্ষমতায় যেতে চায়।
  • মানুষ কে আর কত বোকা বানাবেন।
  • নাটক আর নাটক।
  • But sorry dear PM, We cannot trust in you.
  • যত তাড়াতাড়ি পদত্যাগ করবেন, ততই আওয়ামী লীগের পক্ষে ভোট সেইভ হবে।
  • ইচ্ছেটাকে যত তারাতারি বাস্তবায়িত করবেন ততই দেশের জন্য মঙ্গল।
  • জনগনকেই বেছে নিতে দিন তাদের সরকার
    • Perfect!
  • ভাই রে রাজনিতির মধ্যে পলিটিক্স ঢুকে গেছে । .....
  • তাহলে তত্ত্বাবধায়ক ব্যবস্থায় ছেড়ে দিয়ে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করে নির্বাচনের ব্যবস্থা করুন।
  • আপনি কি বলেন তা কি আপনি জানেন ??
  • আপনার অধীনে নির্বাচনে যদি বিরোধী দল জয়ী হয় (সম্ভাবনা ১%), তখন আবার আপনি তত্ত্বাবধায়ক সরকারের দাবী তুলবেন। এই তো আপনাদের বৈশিষ্ট্য ।
  • আমাদের দেশে সেই পরুধানমন্তী হবে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে
  • নজরুল মনে হয় এসব কারণেই লিখেছেন.........।
  • I think we should support and avoid the others
  • জী, মাননীয় প্রধানমন্ত্রী আমরাও শান্তি চাই। দয়া করে একটা সমাধান দিন ।
  • সুনির্দিষ্ট নীতিমালা অনুযায়ী দেশে নির্বাচন আয়োজন করুন । জনগন শান্তি চায়, আপনাদের মল্লযুদ্ধ দেখতে চায় না ।
  • এমন সুন্দর কথা যখন বলেন তখন অন্তর থেকে জনদাবি মেনে নিন. প্রয়োজনে গণভোট দিন দেখুন জনগণ কেয়ার টেকার চায় কিনা !
  • বললেন প্রধানমন্ত্রিত্ব চান না,অথচ পদত্যাগ ও তো করছেন না!আপনাকে কি করে জনগন বিশ্বাস করবে?
  • এ জন্যই তো বিরোধী নেত্রীর পানি এবং খাবার বন্ধ !!!
  • তাড়াতাড়ি খমতা ছাড়ুন দেশের মানুষকে মুক্তি দিন
  • কথাটা খুবই ভালো লাগলো । দেশের এবং জনগণের স্বার্থে অনেক আগেই বিরোধী দলের সাথে সমস্যার সমাধান করা উচিত ছিলো । নির্বাচন করলে সবাইকে নিয়েই তা করতে হবে নতুবা নয় । বিএনপি ক্ষমতায় থাকলে আ.লীগ কি তা মেনে নিত ? মোটেই না । অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্হা করুন ।
  • তবে আর দেরি না করে এখনই পদত্যাগ করে নিরেপেক্ষ কোন ব্যাক্তির কাছে ক্ষমতা দিয়ে দান.
  • কোটি টাকার কথা...জনগন খুব খাবে।
  • জংগি মুকত বাংলাদেশ চাই।
  • তা হলে মাননীয়া প্রধানমন্ত্রী,আপনি কেন নির্বাচন দলীয় সরকারের অধীনে দিচ্ছেন ? আপনাদের কি জনগনের প্রতি আস্তা নাই ? তারা কি আপনাদেরকে নির্বাচিত করবেনা ?
  • শুধু মাত্র নির্বাচন কালীন সরকারের প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দেওয়ার ঘোষনা দিন, সব অশান্তি দুর হয়ে যাবে। কথায় নয়, কাজে প্রমান করুন আপনি শান্তি চান কিনা।
  • I cant Trust , sorry
  • সকালে ঘুম থেকে উঠে যেন শুনি আপনি দেশ ও জাতির স্বার্থে পদত্যাগ করেছেন। দয়া করে মানুষকে আর কষ্ট না দিয়ে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের রাস্তা তৈরি করেন।

No comments

Powered by Blogger.