মোশাররফ দেশত্যাগ করতে পারবেন না : স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান বলেছেন, সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফ দেশত্যাগ করতে পারবেন না এবং বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা বলবৎ থাকা রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে তিনি একজন। বার্তাসংস্থা সিনহুয়া খবর বলা হয়, মোশাররফ দেশত্যাগ করতে পারেন এমন গুজবের পরিপ্রেক্ষিতে মুখ খুললেন তিনি। রোববার জিনিউজের এক খবরে এ তথ্য জানানো হয়। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী চৌধুরী আরও বলেন, সুপ্রিমকোর্টের আদেশ দিলেই কেবল তিনি দেশ ছাড়তে পারবেন, যতক্ষণ না পর্যন্ত সর্বোচ্চ আদালত কোনোরূপ রায় দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তার নাম ‘এক্সিট কন্ট্রোল’ তালিকায় অন্তর্ভুক্ত থাকবে।
এর আগে, আদালত মোশাররফকে তিন দিনের জামিন মঞ্জুর করলে দেশজুড়ে গুজব ছড়িয়ে পড়ে যে পারভেজ মোশাররফ যে কোনো মুহূর্তে দেশত্যাগ করতে পারেন। এদিকে, বৃহস্পতিবার ধর্মীয় নেতা আবদুল রাশীদ গাজী হত্যা মামলায় সাবেক এ স্বৈরশাসককে গ্রেফতার দেখানো হয়। উল্লেখ্য, ২০০৭ সালে ইসলামাবাদের লাল মসজিদে তালেবানবিরোধী অভিযানে কমপক্ষে ৫৮ জন নিহত হয়। উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা, বেলুচিস্তানের নেতা নওয়াব আহমেদ বুগতি হত্যা ও সুপ্রিমকোর্টের বিচারকদের আটক মামলায় জামিন পান মোশাররফ।

No comments

Powered by Blogger.