ওসামার জন্য ভালোবাসা

সম্প্রতি নাইরোবির ওয়েস্টগেট শপিংমল হামলায় নেতৃত্বদানকারী ব্রিটেনের নারী সন্ত্রাসী সামান্থা লিওথওয়েইট নিহত তালেবান নেতা ওসামা বিন লাদেনকে নিয়ে কবিতা লিখেছেন। মঙ্গলবার দ্য টেলিগ্রাফ পত্রিকায় এ খবর প্রকশিত হয়েছে। পশ্চিমা সংবাদ মাধ্যমে ‘হোয়াইট উইডো’ (সাদা বিধবা) হিসেবে পরিচিত সামান্থা দীর্ঘ ৩৪ লাইনে লেখা কবিতায় লাদেনকে বাবা আর ভাই বলে সম্বোধন করেন। সামান্থা ২০১১ সালে ডিসেম্বর মাসে কেনিয়ার মোম্বাসা শহরে কম্পিউটারে ওই কবিতাটি লেখেন বলে ধারণা করা হচ্ছে। টেলিগ্রাফ বলছে, তখন পুলিশের ধাওয়ার মুখে পালিয়ে যাওয়ার কারণে তিনি কবিতাটি মুছে ফেলার সময় পাননি। সম্প্রতি গোয়েন্দা পুলিশ এক কম্পিউটার থেকে সামান্থার ওপর যেসব ফাইল উদ্ধার করে সেগুলোর মধ্যে তার লেখা এ কবিতাটিও ছিল।
স্কাই নিউজের বরাত দিয়ে টেলিগ্রাফ জানায়, তার ল্যাপটপ আর ফ্লাস ড্রাইভ ঘেঁটে তদন্ত কর্মকর্তারা সবমিলিয়ে ২ হাজার ফাইল খুঁজে পান। ‘ওসামার জন্য ভালোবাসা’ (ওড টু ওসামা) শিরোনামের কবিতায় সামান্থা লেখেন, ‘ও শেখ ওসামা, আমার বাবা, আমার ভাই, তুমিই আমার সবচেয়ে প্রিয় মানুষ। ও শেখ ওসামা, তুমি তো এ পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছ। কিন্তু মুসলমান জাতির একদিন ঘুম ভাঙবে, তারা আবার শক্তিশালী হবে।’ কবিতায় বিধর্মীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে সামান্থা বলেন, ‘তুমি যে কাজ শুরু করেছিলে আমরা তা সম্পূর্ণ করব।

No comments

Powered by Blogger.