১৫ মিনিটের পারিশ্রমিক ৫ লাখ ডলার!

হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্টের ১৫ মিনিট সময় বিক্রি হয়েছে ৫ লাখ ডলারে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৩৮ কোটিরও বেশি।
‘মহামূল্যবান’ এই সময়টি কিনে নিয়েছিলেন মধ্যপ্রাচ্যের নাম প্রকাশ না করা এক যুবরাজ।

অবশ্য ব্যক্তিগত আয়ের উদ্দেশ্যে এ সময় বিক্রি করেননি ক্রিস্টেন; বরং সময় বিক্রি করেছেন মানবিক কাজে সহায়তার জন্য। ঘটনাটি জানিয়েছেন হলিউডের প্রযোজক হার্ভি ওয়েনস্টেইন।

সংবাদমাধ্যম এস শোভিজ জানিয়েছে, টোয়াইলাইট খ্যাত অভিনেত্রী ক্রিস্টেনের এই সময় বিক্রির বিষয়টিতে মাধ্যম হিসেবে জড়িত ছিলেন ওয়েনস্টেইন। চলতি টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে তিনি ঘটনাটি প্রকাশ করেন।

ওয়েনস্টেইন বলেন, গত বছর যুক্তরাষ্ট্রে আঘাত হানা প্রলয়ংকরী হারিকেন স্যান্ডি দুর্গতদের জন্য আর্থিক সাহায্য চাওয়া হয় ওই যুবরাজের কাছে।

প্রতি উত্তরে যুবরাজ জানান হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে দেখা করিয়ে দিতে হবে। বিনিময়ে তিনি স্যান্ডি দুর্গতদের জন্য সহায়তা করবেন।

বিষয়টি ক্রিস্টেনকে জানানোর সঙ্গে সঙ্গেই তিনি বলেন, বিনিময়ে কত দেওয়া হবে?

দর কষাকষি শেষে সিদ্ধান্ত হয় প্রতি মিনিটের জন্য ক্রিস্টেনকে ৩৩ হাজার ৩৩৩ ডলার করে দেওয়া হবে। ১৫ মিনিট হিসেব করে ৫ লাখ ডলার অগ্রিম পরিশোধ করে দেওয়া হয়।

পরবর্তীতে ২০১২ সালের ডিসেম্বরে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে যুবরাজ ও ক্রিস্টেন স্টুয়ার্টের সাক্ষাৎ হয়। ১৫ মিনিটবব্যাপী এই সাক্ষাতে যুবরাজ ও তার দেহরক্ষী দলের সদস্যরা ছিলেন।

No comments

Powered by Blogger.