মিসরের গত এক বছরের ঘটনাক্রম

২০১২
৩০ জুন: মিসরের প্রথম বেসামরিক ও ইসলামপন্থী প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মাদ মুরসির শপথ
১২ আগস্ট: সেনাবাহিনীর ক্ষমতা খর্ব করে সংবিধানের একটি অংশ বাতিল ও সেনাপ্রধানকে বরখাস্ত
২২ নভেম্বর: নিজের ক্ষমতা বৃদ্ধি করে মুরসির ডিক্রি জারি
৩০ নভেম্বর: ইসলামপন্থী প্রাধান্যপুষ্ট সাংবিধানিক গণপরিষদে মুরসির প্রণীত খসড়া সংবিধান গৃহীত
৮ নভেম্বর: প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধির ডিক্রি রদ
১৫ ও ২২ নভেম্বর: দুই দফা গণভোটে নতুন সংবিধান পাস।
এর পরই দুপক্ষের মধ্যে উত্তজনা বাড়তে থাকে
২০১৩
২৪ জানুয়ারি: মুরসিবিরোধী বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষে নিহত ৬০
২ জুন: নতুন সংবিধানের খসড়া প্রণয়নকারী সিনেটকে সুপ্রিম কোর্টের অকার্যকর ঘোষণা।
২১ জুন: বিরোধীদের বিক্ষোভের আগে মুরসির লক্ষাধিক সমর্থকের শক্তিপ্রদর্শন
২৯ জুন: মুরসিকে আরও ‘গঠনমূলক’ হতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আহ্বান
৩০ জুন: তাহরির স্কয়ারে মুরসিবিরোধী বিক্ষোভ
সূত্র: এএফপি

No comments

Powered by Blogger.