বিসিএসের প্রশ্নপত্র by মো. আবদুর রহমান

সম্প্রতি অনুষ্ঠিত ৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রে ‘ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?’ প্রশ্নটির উত্তর হিসেবে প্রদত্ত চারটি অপশনের মধ্যে দুটি অপশন দেওয়া হয়েছে যথাক্রমে ‘অগ্ন্যাশয়’ ও ‘প্যানক্রিয়াস’। উল্লেখ্য, অগ্ন্যাশয় ও প্যানক্রিয়াস একই জিনিস এবং সমার্থক। সে হিসেবে দুটি উত্তরই সঠিক। ফলে অনেক পরীক্ষার্থী অগ্ন্যাশয় ও প্যানক্রিয়াস দুটি অপশনকেই সঠিক হিসেবে উত্তরপত্রে উল্লেখ করেছেন। এ অবস্থায় পিএসসি কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের নম্বর দেওয়ার ক্ষেত্রে এ উত্তরটিকে সঠিক হিসেবে বিবেচনা করবে কি না, সে বিষয়ে পরীক্ষার্থীরা বেশ চিন্তিত। দুটি অপশনই সঠিক বিধায় এ ক্ষেত্রে একটি অপশন চিহ্নিতকারী এবং দুটি অপশন চিহ্নিতকারী উভয়ের ক্ষেত্রেই নম্বর দেওয়া বাঞ্ছনীয়। নতুবা পরীক্ষার্থীদের মধ্যে হতাশার সৃষ্টি হবে। এ ধরনের জটিলতা এড়াতে প্রশ্নপত্রে উত্তর হিসেবে সমার্থক দুটি অপশন রেখে বিভ্রান্তি সৃষ্টি করা কাম্য নয়। এ বিষয়ে পিএসসি কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
মো. আবদুর রহমান
মালিবাগ, ঢাকা।

No comments

Powered by Blogger.