তামাকে উচ্চ হারে কর by সৈয়দ সাইফুল করিম

পৃথিবীতে বাংলাদেশেই সিগারেটের মূল্য সবচেয়ে কম, যেখানে বিড়ি আরও কম মূল্যে পাওয়া যায়। আসন্ন ২০১৩-২০১৪ বাজেটে সিগারেটের অতিরিক্ত দাম বাড়ালে তরুণেরা ধূমপান শুরু করা থেকে বিরত থাকবেন এবং বর্তমান ধূমপায়ীদের অনেকে সিগারেট ছেড়ে দিতে উৎসাহিত হবে। তামাকের ওপর উচ্চহারে কর জীবন বাঁচাবে এবং সরকারের রাজস্ব আয় বাড়বে। এ থেকে প্রায় ২৪ লাখ অকালমৃত্যু রোধ করা যাবে।
অন্যদিকে সরকারের বাড়তি রাজস্ব আয় হবে ৭২০ কোটি টাকা। তাই বিড়ির ওপর উচ্চ হারে একক সম্পূরক শুল্ক আরোপ করা হলে বিড়ির মূল্য উল্লেখযোগ্য হারে বাড়বে এবং বিড়ি সেবনের হার কমবে বলে আমরা আশা করছি।
সৈয়দ সাইফুল করিম
মিরপুর-১, ঢাকা।

No comments

Powered by Blogger.