সেই রোগের কারণ

গুরুত্বপূর্ণ খাদ্য আলুর খেতে একটি বিশেষ রোগের কারণেই আয়ারল্যান্ডের আলু দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। এতে অনাহার ও রোগে মারা যান ১০ লাখ মানুষ। অনেকে যুক্তরাষ্ট্রসহ দূর দেশে পাড়ি জমান। আয়ারল্যান্ডের ইতিহাস বদলে দেওয়া আলুর এই রোগটি গবেষকেরা চিহ্নিত করেছেন। জানা গেছে, ওই রোগের জন্য দায়ী ছিল এক বিশেষ ধরনের পতঙ্গ। যুক্তরাজ্যের সেইন্সবেরি পরীক্ষাগারের গবেষকেরা জাদুঘরে সংরক্ষিত রোগাক্রান্ত পাতা বিশ্লেষণ করে রোগটি চিহ্নিত করেন। ছত্রাকজাতীয় রোগটি বর্তমান বিশ্ব থেকে বিলুপ্ত হয়ে গেছে।

No comments

Powered by Blogger.