ময়মনসিংহে ট্রেনে আগুন

ময়মনসিংহ রেলওয়ে জংশনে ২৫৩ নং ট্রেনের একটি বগিতে আগুন ধরিয়ে দিয়েছে হরতাল সমর্থকরা। বগিটির ব্যাপক ক্ষতি হলেও কেউ আহত হয়নি। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে স্টেশনের মেডিকেল ফটক সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
রেলস্টেশনের সুপারিটেন্ডেন্ট আবু তাহের বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। আগুন দেওয়ার সময় ট্রেনটি থেমে ছিল। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ আগুনের ঘটনায় বগিটি সম্পূর্ণ পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, রাত সোয়া ৮টার দিকে এক দল যুবক হঠাৎ করে এসে ট্রেনের বগিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।

এদিকে, ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় ময়মনসিংহ-জারিয়া রেলপথের শম্ভুগঞ্জ রেলস্টেশনে আটকে রয়েছে ময়মনসিংহগামী ২৭৫ নং লোকায় ট্রেন এবং  ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথের গৌরিপুর রেলস্টেশনে আটকা পড়েছে ২৬৩ নং লোকাল ট্রেন।

এ তথ্যটি বাংলানিউজকে জানিয়েছেন স্টেশন প্লাটফরম মাস্টার উহাহিদুল ইসলাম।

আগুন দেওয়া ট্রেনটি বঙ্গবন্ধু সেতু থেকে ময়মনসিংহ স্টেশনে আসে সন্ধ্যা সাড়ে ৬টায়। এরপর আবার বঙ্গবন্ধু সেতুর দিকে সন্ধ্যা ৬টায় ময়মনসিংহ স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ট্রেনটি বিলম্বে আসার কারণে তা ছাড়তে দেরি হয়। এরই মধ্যে ট্রেনে আগুনের ঘটনা ঘটে। এতে অনেক যাত্রী স্টেশনে আটকা পড়েছে। বুধ ও বৃহস্পতিবার টানা ৩৬ ঘণ্টা হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট।

No comments

Powered by Blogger.