জানা-অজানা

্য বিশ্বে গ্রীসের আরজেনেটারিয়া দ্বীপের সব মাটিই সাবানের তৈরি।
্য হাওয়াই দ্বীপের কার্ডিয়া অঞ্চলে সারা বছর বর্ষাকাল থাকে। ্য বাংলাদেশের যমুনা নদী সারা পৃথিবীতে বিখ্যাত। কারণ যমুনা নদীর একপাশ দিয়ে টলটলে পরিষ্কার পানি ও অন্যপাশ দিয়ে ঘোলা পানি প্রভাবিত হয়। কিন্তু মজার বিষয় হলো একপাশের পানির সঙ্গে অন্য পাশের পানি মেশে না।
্য বাংলাদেশের মোট জমির পরিমাণ ৩ কোটি ৩৮ লাখ ৩৪ হাজার একর।
্য মিসরের প্রতীক ঈগল।
্য বাংলাদেশে বিমানবন্দরের সংখ্যা ৮টি।
্য বাংলাদেশের বিখ্যাত মহিলা জাদুকর জাদুরানী আজরাবীন।
্য পৃথিবীর সবচেয়ে বড় বইয়ের নাম জার্মান প্রিন্স এটলাস, ওজন ৬৭ মণ।
্য পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কুয়েত।
্য বৃহত্তম মূর্তি স্টাচু অব লিবার্টি (আমেরিকা)
্য বাংলাদেশের সংবাদ সংস্থার নাম ‘বাসস’।
্য হ্যালির ধূমকেতু সর্বশেষ দেখা যায় ১৯৮৬ সালে।
্য পেঁচা চোখের মণি নাড়াতে পারে না।
্য উটপাখির গড় আয়ু ৬০ বছর।
্য ১৮৪৬ সালে ইংল্যান্ড এ চার্লস ব্যাবেজ প্রথম কম্পিউটার আবিষ্কার করেন।
্য আইসিসি ওয়ার্ল্ড টোয়েন্টি-২০ ক্রিকেট প্রথম অনুষ্ঠিত হয় ২০০৭ সালে।
্য যক্ষ্মা জীবাণু দ্বারা আক্রান্ত হয় ফুসফুস।
্য মানবদেহে বুকের মাঝখানে হৃৎপি-
্য মানবদেহে রক্তের বেগ প্রতি ঘণ্টায় ১১ কিলোমিটার বা ৭ মাইল।
্য পাখিরা কিন্তু রঙ দেখতে পারে এবং চেনে। কিন্তু কোন পাখিই নীল রঙ দেখতে পারে না। অবশ্য একটা পাখি কিন্তু এই নীল রঙ দেখতে পারে। পাখিটা আবার দিনে বের হয় না। রাতেই তাদের আনাগোনা। পাখিটি হলো প্যাঁচা। পাখিদের মধ্যে একমাত্র প্যাঁচারাই নীল রঙটা দেখতে পারে।
নুসরাত জাহান (মিম)
যাত্রাবাড়ী আইডিয়াল হাইস্কুল, শ্রেণী-৮ম

No comments

Powered by Blogger.