দলবদলের আনুষ্ঠানিকতা শেষ করল আবাহনী-টার্গেট এবার সব শিরোপা

মর্থকরা মিছিল করতে করতে এলেন আগে। আবাহনী আবাহনী স্লোগান দিয়ে বাফুফে ভবন চত্বরে প্রবেশ করলেন আকাশি-হলুদ ভক্তরা। তারা অপেক্ষায় ছিলেন ফুটবলারদের আগমনের। সুজন, প্রাণতোষ, সোহেল, মামুন মিয়া, নাসির_ জাতীয় দলের এ সদস্যরা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ খেলেছেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে। ম্যাচ শেষে স্টেডিয়ামের গেট থেকে তাদের নিয়ে জাহিদ, ওয়ালি ফয়সাল, নজরুল আর আরমান আজিজরা


যখন বাফুফে ভবনের সিঁড়ি বেয়ে তৃতীয় তলায় উঠছিলেন, তখন সমর্থকদের পুষ্পবন্যা তাদের ওপর। গাঁদা ফুলের পাপড়ির সঙ্গে পার্টি স্প্রের শুভ্র ফেনা ভরিয়ে দিল খেলোয়াড়দের শরীর। সমর্থকরা আবার আবাহনী আবাহনী ধ্বনিতে খেলোয়াড়দের সঙ্গে প্রবেশ করলেন বাফুফে ভবনের সম্মেলন কক্ষে, যেখানে আয়োজন ছিল দলবদলের আনুষ্ঠানিকতা। দলের ম্যানেজার সত্যজিৎ দাস রূপুর নেতুত্বে সে আনুষ্ঠানিকতা যখন সারল আবাহনী, তখন সন্ধ্যা ঘনিয়ে চারিদিক ঢেকে দিয়েছে রাতের আঁধার। বাংলাদেশ লীগের প্রথম তিন আসরের শিরোপাধারী খেলোয়াড়দের মুখগুলো তখন চকচক করছিল প্রত্যাশার আলোয়। সে প্রত্যাশা আবাহনীকে ঘরোয়া ফুটবলের সবচেয়ে মর্যাদার পেশাদার লীগ শিরোপা ফিরিয়ে দেওয়া।
শুধুই কী বাংলাদেশ লীগ শিরোপায় নজর আবাহনীর? না, ম্যানেজার সত্যজিৎ দাস রূপু বললেন, 'সমর্থকদের প্রত্যাশা অনুয়ায়ী এবার শক্তিশালী দল গঠন করেছে ক্লাব। বাফুফে যে ক'টি টুর্নামেন্ট আয়োজন করবে, আমরা তার সবক'টিই জেতার চেষ্টা করব। আমাদের লক্ষ্য সব আসরে চ্যাম্পিয়ন হওয়া।' বলার সঙ্গে সঙ্গে খেলোয়াড় ও সমর্থকরা করতালি দিয়ে সমর্থন জোগাল ম্যানেজারের এ প্রত্যয়ের। আবাহনী এবার স্থানীয় ফুটবলারদের নিয়ে সেরা দল গঠন করেছে, তা পুরনো সংবাদ। গতকাল দলবদলের আনুষ্ঠানিকতা শেষে ক্লাবের কর্মকর্তারাও বললেন, 'তাদের দলটিই সেরা।' ঘানাইয়ান চার ফুটবলার সামাদ ইউসুফ, আউডু ইব্রাহিম, ফ্রাঙ্ক আর আমিনুদের এবারও দেখা যাবে আকাশি-হলুদ জার্সি গায়ে। ম্যানেজার জানালেন, তারা প্রস্তুত। ডাকলেই চলে আসবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে একজন বিদেশি কোচও আসবেন। বর্ষিয়ান কোচ অমলেশ সেনের অধীনে ২২ নভেম্বর শুরু হয়েছে আবাহনীর প্রস্তুতি।
গত মৌসুমের যে দলটি ছিল আবাহনী, তার সঙ্গে যুক্ত হয়েছেন আরও কয়েক অভিজ্ঞ ও প্রতিশ্রুত ফুটবলার। শেখ জামাল থেকে ফিরে এসেছেন সুজন, ওয়ালি ফয়সাল, শাহেদ, এনামুল নাসিররা। চ্যাম্পিয়ন দলের জাহিদ হোসেন প্রথম নাম লিখিয়েছেন আবাহনীতে। মুক্তিযোদ্ধার আরমান আজিজ, ফেনী সকারের তৌহিদ ও ব্রাদার্স গোলরক্ষক নুরুলও গায়ে জড়াবেন আকাশি-হলুদ জার্সি। পুরনো তিন গোলরক্ষক জিয়া, সোহেল, আলী, ডিফেন্ডার নজরুল, সিরাজি, লিঙ্কন, মামুন মিয়া, মিডফিল্ডার প্রাণতোষ, জিতু, চৌমিন, ফরোয়ার্ড রবিন আর রনিকেসহ ২২ খেলোয়াড়ের রেজিস্ট্রেশন সম্পন্ন করে আবাহনী। ঘরে ফিরে আসা অভিজ্ঞ ডিফেন্ডার এবং জাতীয় দলের অধিনায়ক মোঃ সুজন বলেন, '৩ বছর আবাহনীতে খেলেছি, পেশাদার লীগের তিনটি শিরোপা জিতেছি। গত মৌসুমে শেখ জামালে ছিলাম, তাদেরও বাংলাদেশ লীগ চ্যাম্পিয়ন করিয়েছি। আবার ফিরলাম আবাহনীতে। লীগ শিরোপাটাও যাতে ফিরিয়ে আনতে পারি, সবার কাছে সে দোয়া চাই।' আবাহনীর খেলোয়াড় রেজিস্ট্রেশনের সময় উপস্থিত পেশাদার ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান এবং বাফুফের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেন, 'আমরা চাই একটি প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ লীগ। আশা করব কোনো ক্লাব পাতানো খেলবে না।'

No comments

Powered by Blogger.