নেপালে মন্ত্রিসভার রদবদল নিয়ে চাপে ঝালা নাথ

নেপালে মন্ত্রিসভার রদবদলের দাবি নিয়ে ক্ষমতাসীন জোট সরকারের বড় শরিক দল মাওবাদীদের সঙ্গে প্রধানমন্ত্রী ঝালা নাথ খানালের বিরোধ চরমে পৌঁছেছে। দল থেকে আরও মন্ত্রী বানানোর দাবিতে মাওবাদীরা প্রধানমন্ত্রীকে সময় বেঁধে দিয়েছে। গতকাল রোববার রাতের মধ্যে এ দাবি পূরণ না হলে তারা সরকার থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে।
এদিকে প্রধান বিরোধী দল নেপালি কংগ্রেস প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে পার্লামেন্টে অবস্থান কর্মসূচি পালন শুরু করেছে। প্রধানমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
মাওবাদীদের মুখপাত্র দিনানাথ শর্মা বলেছেন, ‘প্রধানমন্ত্রী রোববারের মধ্যে আমাদের সদস্যদের মন্ত্রী হিসেবে শপথ পাঠ করাতে ব্যর্থ হলে সরকার থেকে আমরা সমর্থন প্রত্যাহার করে নেব।’
জোট সরকারে বর্তমানে ১৯ জন মাওবাদী মন্ত্রী রয়েছেন। তাঁরা এই সংখ্যা বাড়িয়ে ৪০ জন করার দাবি জানিয়েছেন।
সরকারের ভেতর ও বাইরে উভয়মুখী চাপে কোণঠাসা হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী খানাল। প্রতিকূল পরিস্থিতিতে সরকারকে টিকিয়ে রাখতে তিনি বিরোধীদের সহযোগিতা চেয়েছেন।

No comments

Powered by Blogger.