আইএমএফের প্রধানের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নেবেন বিচারকেরা

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্তিন লাগার্দ ফ্রান্সের অর্থমন্ত্রী থাকার সময় ক্ষমতার অব্যবহারের অভিযোগ খতিয়ে দেখতে আনুষ্ঠানিক তদন্তের বিষয়ে বিচারকেরা সিদ্ধান্ত নেবেন।
সরকারি কৌঁসুলিরা বলছেন, লাগার্দ নিজের ক্ষমতার অপব্যবহার করে ধনকুবের বেরনার্দ তাপিয়েকে ২৮ কোটি ৫০ লাখ ইউরোর একটি বিল পরিশোধের অনুমোদন দেন। তখন রাষ্ট্রায়ত্ত ক্রেডিট লাইয়নাইস ব্যাংকের সঙ্গে তাপিয়ের আইনি লড়াই চলছিল। এতে ওই আইনি লড়াই বাধাগ্রস্ত হয়।
তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন আইএমএফের নতুন প্রধান লাগার্দ। তিনি ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন এমন কোনো তথ্য নেই।
লাগার্দের বিরুদ্ধে তদন্তের অনুমতি দেওয়া হলে আইএমএফের প্রধান হিসেবে তাঁর ভাবমূর্তির ওপর ছায়া পড়বে।
গত মে মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ম্যানহাটন এলাকার একটি হোটেলের এক নারী কর্মীকে যৌন হয়রানি করার অভিযোগে নিউইয়র্কে গ্রেপ্তারের পর আইএমএফের সাবেক প্রধান দমিনিক স্ত্রস কান তাঁর পদ থেকে সরে দাঁড়ান। ফ্রান্সের নাগরিক স্ত্রস-কান ২০০৭ সাল থেকে আইএমএফের প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন। পরে লাগার্দ তাঁর স্থলাভিষিক্ত হন।
গত ৫ জুলাই পাঁচ বছরের জন্য আইএমএফের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেন লাগার্দ।

No comments

Powered by Blogger.