সন্দেহভাজন ৩০ জন পলাতক যুদ্ধাপরাধীকে খুঁজছে কানাডা

কানাডায় আত্মগোপন করে থাকা বিভিন্ন দেশের যুদ্ধপরাধ অথবা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ৩০ জন সন্দেহভাজন পলাতক ব্যক্তিকে খোঁজা হচ্ছে। গত বৃহস্পতিবার কানাডার সরকার এ কথা জানিয়েছে।
কানাডার জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী ভিক টোস বলেন, সন্দেহভাজন ওই ব্যক্তিদের খুঁজে বের করে কানাডা থেকে তাড়িয়ে দেবে।
কানাডার বর্ডার সার্ভিসেস এজেন্সি তাদের ওয়েবসাইটে ওই সন্দেহভাজন ব্যক্তিদের নামের একটি তালিকা প্রকাশ করেছে। একই সঙ্গে তালিকায় নাম থাকা ব্যক্তিদের ধরিয়ে দিতে কানাডার নাগরিকদের প্রতি অনুরোধও জানানো হয়েছে।
ওই ওয়েবসাইটে বলা হয়, তালিকাভুক্ত ব্যক্তিরা আফগানিস্তান, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, এল সালভাদর, ঘানা, গুয়াতেমালা, হাইতি, হন্ডুরাস, ইরাক, নাইজেরিয়া, পাকিস্তান, পেরু, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, সোমালিয়া, শ্রীলঙ্কা, সুদান ও সাবেক যুগোস্লাভিয়া থেকে কানাডায় এসেছে।
বর্ডার সার্ভিসেস এজেন্সি সন্দেহভাজন ওই ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনেনি। তবে কারও কাছে ওই ব্যক্তিদের সম্পর্কে কোনো তথ্য থাকলে তা দ্রুত তাদের জানাতে অনুরোধ করেছে।

No comments

Powered by Blogger.