রাজ্যসভার সদস্য অমর সিংকে দিল্লি পুলিশের জেরা

ভোট কেনা’ কেলেঙ্কারি তদন্তে ভারতের রাজ্যসভার সদস্য অমর সিংকে গতকাল শুক্রবার দিল্লি পুলিশের অপরাধ তদন্ত শাখা জেরা করেছে। যুক্তরাষ্ট্র ও ভারতের পরমাণু চুক্তির বিষয়ে অনুষ্ঠিত আস্থা ভোটে বিরত থাকার জন্য অমর সিং কয়েকজনকে ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
২০০৮ সালের ২২ জুলাই তৎকালীন মনমোহন সিংয়ের কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারকে বেসামরিক পরমাণু চুক্তি নিয়ে সংসদে আস্থা ভোটের সম্মুখীন হতে হয়।
অভিযোগ রয়েছে, ওই ভোটে সরকার যাতে সহজে উতরে যেতে পারে, সে জন্য বিজেপির তিনজন এমপিকে ভোটদানে বিরত থাকার জন্য কোটি টাকা ঘুষ দেওয়া হয়। ভোটের পরে ওই তিনজন এমপি নোটের বান্ডিল পার্লামেন্টের স্পিকারের সামনে তুলে ধরে কংগ্রেসের বিরুদ্ধে ঘুষ দিয়ে
ভোট কেনার অভিযোগ তোলেন। ঘটনা তদন্তে গঠিত হয় সংসদীয় কমিটি।
দিল্লি পুলিশ গত রোববার অমর সিংয়ের সাবেক সহযোগী সঞ্জীব সাক্সেনাকে এবং সোহাইল হিন্দুস্তানি নামের আরেক রাজনৈতিক কর্মীকে গত বুধবার গ্রেপ্তার করে।
পুলিশ বলেছে, জিজ্ঞাসাবাদে তাঁরা বলেছেন, তাঁদের দিয়ে অমর সিং বিজেপির তিনজন এমপিকে ঘুষ দিয়েছিলেন। তাঁদের দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে অমর সিংকে জেরা করা হয়।
এদিকে অমর সিং বরাবরের মতো নিজেকে নির্দোষ দাবি করেছেন।

No comments

Powered by Blogger.