উত্তর আয়ারল্যান্ডে সাম্প্রদায়িক দাঙ্গায় ২২ পুলিশ আহত

উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্ট শহরে গত সোমবার রাতে ক্যাথলিক দাঙ্গাকারীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ২২ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতেও এ দাঙ্গা চলে। বেশ কয়েকজন দাঙ্গাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার বেলফাস্ট শহরের ক্যাথলিক-অধ্যুষিত পশ্চিমাঞ্চলে অন্তত ২০০ ক্যাথলিক দাঙ্গাকারীকে ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। এ ছাড়া ৫১টি প্লাস্টিক বুলেট ছোড়ে। এর জবাবে দাঙ্গাকারীরা ইট ছুড়ে ও পেট্রল বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় আহত ২২ পুলিশ কর্মকর্তার মধ্যে চারজনকে হাসপাতালে নেওয়া হয়।
গতকাল বুধবার পুলিশ এএফপিকে জানায়, গত মঙ্গলবার রাতে বেলফাস্ট শহরের উত্তরাঞ্চলে দাঙ্গা ছড়িয়ে পড়ে। দাঙ্গাকারীরা পুলিশকে লক্ষ্য করে পেট্রল বোমা, ইট, বোতল ও আতশবাজি ছোড়ে। জবাবে পুলিশ লাঠিপেটা করে জলকামান ব্যবহার করে।
শহরের দক্ষিণাঞ্চলেও দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় দাঙ্গাকারীরা। ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রোটেস্টান্ট রাজা দ্বিতীয় উইলিয়াম ১৬৯০ সালে ক্যাথলিক রাজা দ্বিতীয় জেমসকে পরাস্ত করেন। এর দুই বছর আগে উইলিয়াম জেমসকে ক্ষমতাচ্যুত করেন। প্রতিবছর ১২ জুলাই আয়ারল্যান্ডের হাজার হাজার প্রোটেস্টান্ট খ্রিষ্টান দিনটি উদ্যাপন করতে রাস্তায় নেমে শোভাযাত্রায় অংশ নেয়। উত্তর আয়ারল্যান্ডের পূর্ব বেলফাস্টে দুই সপ্তাহ আগে সাম্প্রদায়িক দাঙ্গা দেখা দেয়।

No comments

Powered by Blogger.