আবার জাতিসংঘের মহাসচিব হলেন মুন

জাতিসংঘের সাধারণ পরিষদ বান কি মুনকে দ্বিতীয়বারের মতো সংস্থার মহাসচিব হিসেবে নির্বাচন করেছে। প্রধান প্রধান বিশ্ব শক্তিগুলোর সমর্থনপুষ্ট বান কি মুন (৬৭) গতকাল মঙ্গলবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বেশ কিছু মানবাধিকার সংগঠন বান কি মুনের কঠোর সমালোচনা করলেও কয়েক মাস ধরেই বোঝা যাচ্ছিল, তিনি পুনরায় জাতিসংঘের মহাসচিব হতে যাচ্ছেন।
দক্ষিণ কোরিয়ার সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী দুই সপ্তাহ আগে পদটিতে পুনরায় তাঁর প্রার্থিতা ঘোষণা করেন। এরপর গত শুক্রবার নিরাপত্তা পরিষদ তাঁকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেয়। আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সাধারণ পরিষদের ১৯২ সদস্যের পূর্ণ সমর্থন নিয়েই বান কি মুন নির্বাচিত হন।
এদিকে মুন জানিয়েছেন, প্রথম দফায় মহাসচিব হিসেবে দায়িত্ব পালনকালে জলবায়ুর পরিবর্তন মোকাবিলাই যেমন সংস্থাটির লড়াইয়ের মূল কেন্দ্র হয়ে উঠেছিল, দ্বিতীয়বারেও তাই থাকবে। বৈশ্বিক উষ্ণতাবিরোধী লড়াই চালিয়ে যাওয়াই মানবজাতির জন্য এ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বলে তিনি মত প্রকাশ করেন।

No comments

Powered by Blogger.