সিরিয়ায় নতুন করে বিক্ষোভের ডাক

সিরিয়াজুড়ে গতকাল মঙ্গলবার নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছে সরকারবিরোধীরা। নিরাপত্তা রক্ষাকারী বাহিনী হাজার হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করার প্রতিবাদে ইন্টারনেট-ভিত্তিক সরকারবিরোধী দল ‘সিরিয়ান রেভল্যুশন ২০১১’ এ বিক্ষোভের ডাক দেয়। এ দিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গত সোমবার বলেছে, সিরিয়ার ওপর অস্ত্র নিষেধাজ্ঞা খুব শিগগির আরোপ করা হবে।
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের ‘সিরিয়ান রেভল্যুশন ২০১১’ পেজে তারা ঘোষণা দিয়েছে, ‘এখন থেকে প্রতিদিন বিক্ষোভ চলবে। সিরিয়ার অপরাধী সরকারের হাতে গ্রেপ্তার হওয়া বন্দীদের প্রতি সংহতি জানাতে এ বিক্ষোভ ডাকা হলো।’
মানবাধিকারকর্মীরা জানান, হমস ও বানিয়াসের পার্শ্ববর্তী এলাকায় বিক্ষোভ ঠেকাতে ব্যাপক ধরপাকড় করা হচ্ছে। এসব এলাকায় সেনা অভিযানও চলছে।
দুই সপ্তাহ ধরে দেরা শহর অবরুদ্ধ অবস্থায় রয়েছে। সেখানে কয়েকজনকে হত্যা করা হয়েছে। জাতিসংঘ বলেছে, দেরা শহরে মানবিক ত্রাণ পাঠাতে না পারার ঘটনায় তারা উদ্বিগ্ন।

No comments

Powered by Blogger.