ওসামার বিরুদ্ধে সফল অভিযান নিয়ে আলোচনা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত সোমবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে টেলিফোন আলাপে পাকিস্তানে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সফল অভিযান নিয়ে আলোচনা করেছেন। গত নভেম্বরে ওবামার ভারত সফরকালে যেসব উদ্যোগ নেওয়া হয়, এর অগ্রগতি নিয়েও পর্যালোচনা করেন তাঁরা। হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আলাপকালে দুই নেতা প্রতিরক্ষা-বিষয়ক সহযোগিতাসহ বৈশ্বিক কৌশলগত অংশীদারের ব্যাপারে অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। আসন্ন কয়েকটি বৈঠকের ব্যাপারে উৎসাহের কথা তাঁরা পরস্পরকে জানান। দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেন বলেও বিবৃতিতে জানানো হয়। এর মধ্যে পাকিস্তানের বিষয়ও ছিল।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইসলামাবাদকে মিত্র হিসেবে নিয়েছে ওয়াশিংটন। কিন্তু পাকিস্তান দীর্ঘদিন ধরে ভারতের ব্যাপারে চরবৃত্তি করে আসছে বলে অভিযোগ রয়েছে।
সম্প্রতি মার্কিন সেনাদের অভিযানে লাদেন নিহত হওয়ার পর চাপের মুখে পড়েছে পাকিস্তান। লাদেন গোয়েন্দাদের নজর এড়িয়ে এত বছর কীভাবে পাকিস্তানে বাস করেছেন, এ নিয়ে প্রশ্ন উঠেছে।

No comments

Powered by Blogger.