বিমানে নকল বোমার বিষয়টি তদন্ত করে দেখছে যুক্তরাজ্য

কার্গো বিমানে নকল বোমা কীভাবে ঢুকল এবং বিনা তল্লাশিতে তা কীভাবে যুক্তরাজ্য থেকে তুরস্ক পর্যন্ত পৌঁছাল তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।
প্রায় দুই সপ্তাহ আগে লন্ডন থেকে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছানো ইউপিএস কুরিয়ারের একটি কার্গো বিমান থেকে নকল বোমাটি উদ্ধার করা হয়। একটি কেকের প্যাকেটে ভরা ছিল নকল বোমাটি। উত্তর লন্ডনের ক্যামডেন এলাকায় ইউপিএসের কার্যালয়ের মাধ্যমে প্যাকেটটি পাঠান তুরস্কের এক নাগরিক। ওই কেকের প্যাকেটে ডেটোনেটর, কিছু তার ও সময় নিয়ন্ত্রক যন্ত্র পাওয়া যায়।
এ ঘটনায় গত সপ্তাহে লন্ডন থেকে ২৬ বছর বয়সী এক যুবককে পুলিশ আটক করেছে। পুলিশ জোর দিয়ে বলেছে, এটি সন্ত্রাসী ঘটনা বলে তাদের সন্দেহ হচ্ছে না।
তবে ব্রিটিশ পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি তারা খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে। মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘সরকার বিষয়টি সম্পর্কে জানে এবং আমরা এটি গুরুত্বের সঙ্গে নিয়েছি। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।

No comments

Powered by Blogger.