মিশন ব্রাজিলে লড়বে বাংলাদেশ-পাকিস্তান

বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের প্রথম ধাপটা পেরোতে অন্তত বড় বাধা সামনে পাচ্ছে না বাংলাদেশ। পাকিস্তান আর যা-ই হোক বড় বাধা নয়।
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে পাকিস্তানই এগিয়ে। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখন পেছাতে পেছাতে ১৭৪। পাকিস্তান ১৭১। এশিয়ান র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ৩৮, পাকিস্তান ৩৪। এই দুই দল আগামী ২৯ জুন মুখোমুখি হবে বাংলাদেশে। দ্বিতীয় ম্যাচ পাকিস্তানে ৩ জুলাই। হোম অ্যান্ড অ্যাওয়েভিত্তিক দুটি ম্যাচের জয়ী দল যাবে দ্বিতীয় রাউন্ডে।
২০১৪ ব্রাজিল বিশ্বকাপে এশিয়ান অঞ্চলে এ রকম পাঁচটি ধাপ থাকছে। কাল কুয়ালালামপুরে হয়ে যাওয়া এশিয়ান দলগুলোর ড্র শেষে দেখা যাচ্ছে, এশিয়ান র্যাঙ্কিংয়ে ২৮-৪২ পর্যন্ত থাকা ১৮টি দল খেলবে প্রথম রাউন্ডে। দক্ষিণ এশিয়ান দলগুলোর মধ্যে সরাসরি দ্বিতীয় রাউন্ডে সুযোগ পেল ভারত।
এশিয়ান র্যাঙ্কিংয়ে ৬-২৭ নম্বরে থাকা ২২টি দল দ্বিতীয় রাউন্ডে খেলবে সরাসরি। যাদের সঙ্গে যোগ দেবে প্রথম রাউন্ড পেরোনো ৮ দল। বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে উঠলে প্রতিপক্ষ লেবানন। এ রাউন্ডের খেলা ২৩ ও ২৮ জুলাই।
তৃতীয় রাউন্ডে সরাসরি খেলছে এশিয়ান র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচ—জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, উত্তর কোরিয়া, বাহরাইন।

No comments

Powered by Blogger.