ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে ২৫ ট্রিলিয়ন ইয়েন

জাপানে ১১ মার্চের ভূমিকম্প ও সুনামিতে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে ২৫ ট্রিলিয়ন ইয়েন। গতকাল বুধবার সে দেশের সরকার এ কথা জানায়। এ কারণে আগামী অর্থবছরে দেশটির প্রবৃদ্ধির হার কমে যেতে পারে।
২০০৫ সালে কোবেতে যে ভূমিকম্প হয়েছিল, এতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছিল ৯ দশমিক ৬ ট্রিলিয়ন ইয়েন। তবে এবারের ভূমিকম্প ও সুনামিতে দেশটিতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২০০৫ সালের দ্বিগুণেরও বেশি।
ভূমিকম্পে বাড়িঘর, কলকারখানা, রাস্তাঘাট ও সেতুর যে ক্ষতি হয়েছে, তা পুনর্গঠন বা নির্মাণ করতে দেশটির পরবর্তী তিন অর্থবছরে ১৬ থেকে ২৫ ট্রিলিয়ন ইয়েন ব্যয় হবে। মন্ত্রিসভা কার্যালয় সূত্র এ কথা জানায়।

No comments

Powered by Blogger.