অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতই ফেবারিট: কুম্বলে

ভারতের সাবেক অধিনায়ক ও স্পিন তারকা অনিল কুম্বলের দৃষ্টিতে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার আজকের কোয়ার্টার ফাইনালে ফেবারিট ভারতই। তাঁর মতে, ‘২০০৩ সালের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হওয়া দুটি দল ভারত ও অস্ট্রেলিয়া আজ মোতেরাতে যখন মাঠে নামবে, তার আগে সময় অনেক কিছুই পরিবর্তন করে দিয়েছে। ২০০৩ সাল ও ২০১১ সালের মধ্যে পেরিয়ে গেছে আটটি বছর। এর মাঝে অস্ট্রেলিয়া পরিণত হয়েছে ক্ষয়িষ্ণু শক্তিতে। উল্টা দিকে ভারত একটি দল হিসেবে অনেক উন্নতি করেছে।’
তবে কুম্বলে অস্ট্রেলিয়া দলকে একটি শক্ত প্রতিপক্ষ হিসেবে মনে করেন। তিনি বলেন, ‘বিশ্বকাপ জিততে হলে আপনাকে সেরা দলগুলোকেই হারাতে হবে। তাই অস্ট্রেলিয়া কতটুকু শক্ত প্রতিপক্ষ, সেগুলো নিয়ে মাথা না ঘামিয়ে, ভারতীয় খেলোয়াড়দের উচিত মাঠে নেমে নিজেদের পুরোটা ঢেলে দেওয়া।’
পাওয়ার প্লেতে ভারতের ব্যাটিং দুর্বলতা ধরা পড়েছে প্রায় প্রতিটি ম্যাচেই। এ ব্যাপারে কুম্বলের অভিমত, ওয়ানডে ক্রিকেটে জিততে হলে আপনাকে পুরো ৫০ ওভার নিয়েই ভাবতে হবে। তাই মাঝের পাঁচ ওভারে কী হচ্ছে, না হচ্ছে, তা নিয়ে ভেবে লাভ নেই।’
নিজের আউট বুঝতে পারার পরেও অনেক খেলোয়াড়ই আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষায় উইকেটে দাঁড়িয়ে থাকেন। ব্যাপারটি নিয়ে বিতর্কের ঝড় উঠলেও কুম্বলের চিন্তা-ভাবনা এ ব্যাপারে একটু অন্য রকম। তিনি বলেন, ‘আসলে এটা নির্ভর করে ব্যক্তির ওপর। আউট জানার পরেও সে আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে না কি প্যাভিলিয়নের দিকে হাঁটতে শুরু করবে, এ সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ব্যাটসম্যানের নিজের।’

No comments

Powered by Blogger.