তামিল গেরিলারা ভারতে সামরিক প্রশিক্ষণ নিচ্ছে

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ডি এম জয়ারত্নে বলেছেন, তামিল গেরিলারা ভারতে সামরিক প্রশিক্ষণ নিচ্ছে। দেশে ফিরে নতুন করে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু করতে তারা এই প্রশিক্ষণ নিচ্ছে। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
জয়ারত্নে বলেন, লিবারেশন টাইগার্স অব তামিল ইলমের (এলটিটিই) অজ্ঞাত সংখ্যক গেরিলা ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্যের গোপন শিবিরে প্রশিক্ষণ নিচ্ছে। তিনি বলেন, ‘আমাদের কাছে এ ব্যাপারে গোয়েন্দা তথ্য আছে। তামিলনাড়ুতে এলটিটিই তিনটি গোপন প্রশিক্ষণ শিবির পরিচালনা করছে।’
জয়ারত্নে বলেন, তামিল গেরিলাদের পরবর্তী লক্ষ্য হচ্ছে ছোট ছোট হামলা চালানো।
২০০৯ সালের মে মাসে তামিল গেরিলারা শ্রীলঙ্কার সেনাদের কাছে পরাজিত হওয়ার পর তারা আর কোনো হামলা চালায়নি। প্রধানমন্ত্রী গত বুধবার পার্লামেন্টে বলেন, তাদের সম্ভাব্য হামলা মোকাবিলায় দেশে কঠোর জরুরি আইন বহাল রাখা উচিত।
জাতিসংঘের তথ্যমতে, শ্রীলঙ্কায় জাতিগত সংঘর্ষে ১৯৭২ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রায় এক লাখ লোক নিহত হয়।

No comments

Powered by Blogger.