আয়ারল্যান্ডে সাধারণ নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

আয়ারল্যান্ডে ২৫ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ব্রায়ান কোওয়েন ও প্রেসিডেন্ট মেরি ম্যাকএলিস পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণাপত্রে স্বাক্ষর করে গতকাল মঙ্গলবার নির্বাচনের এ তারিখ ঘোষণা করেন।
প্রধানমন্ত্রী কোওয়েন রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে বলেন, তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন না। তিনি আরও বলেন, এই নির্বাচনের মাধ্যমে এ দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে।
আয়ারল্যান্ডের অর্থনৈতিক ভিত্তি সব সময় শক্তিশালী ছিল। কিন্তু কোওয়েনের শাসনামলে ইউরোভুক্ত দেশ ও আইএমএফের কাছে দেশটির ঋণের বোঝা বেড়ে গিয়ে অর্থনৈতিক বিপর্যয় নেমে আসে।
দীর্ঘদিন ধরে আয়ারল্যান্ডের রাজনীতিতে প্রভাব বিস্তার করে আসছে কোওয়েনের ফিয়ানা ফেইল পার্টি। মতামত জরিপে দেখা যায়, অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে ব্যর্থ হওয়ায় ভোটারদের কাছে এই দলের অবস্থান এখন সবচেয়ে খারাপ।

No comments

Powered by Blogger.