ক্ষমতার মেয়াদ বাড়াবেন না ইয়েমেনের প্রেসিডেন্ট

ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ বলেছেন, ২০১৩ সালে প্রেসিডেন্ট হিসেবে তাঁর ক্ষমতার মেয়াদ শেষ হলে তিনি আর তা বাড়াবেন না। এমনকি তাঁর ছেলের হাতেও দেশের ক্ষমতা হস্তান্তর করবেন না। গতকাল বুধবার পার্লামেন্টের জরুরি অধিবেশনে তিনি এ ঘোষণা দেন।
এ ঘোষণার ফলে আবদুল্লাহ সালেহর গত তিন দশকের রাজত্ব ২০১৩ সালেই শেষ হচ্ছে। সালেহ বলেন, ইয়েমেনে বংশানুক্রমিক রাজত্ব এবং আজীবন ক্ষমতায় থাকার দিন শেষ। আজীবন ক্ষমতায় থাকার জন্য তিনি সংবিধানের যে পরিবর্তন এনেছিলেন, তা স্থগিত করবেন জানিয়ে তিনি বিরোধী দলকে বিক্ষোভ করা থেকে বিরত থাকার আহ্বান জানান।
সালেহর পদত্যাগের দাবিতে ইয়েমেনের সুশীল সমাজের সদস্যরা ও বিরোধী নেতারা আজ বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছেন এর আগে প্রেসিডেন্ট সালেহ পার্লামেন্টে এ ঘোষণা দিলেন।

No comments

Powered by Blogger.