রোনালদিনহো ফ্লামেঙ্গোর

শৈশব-কৈশোরের দল গ্রেমিও কিংবা পালমেইরাস কিংবা ইংলিশ ক্লাব ব্ল্যাকবার্ন রোভার্স নয়, রোনালদিনহোর ঠিকানা যে শেষ পর্যন্ত ফ্লামেঙ্গোতেই হচ্ছে, এসি মিলানের ভাইস প্রেসিডেন্ট আদ্রিয়ানো গ্যালিয়ানি আগেই সে ইঙ্গিত দিয়েছিলেন। হলোও তা-ই। বেশ কয়েক দিনের নাটকের পর মিলানের দর-কষাকষিতে ব্রাজিলের ফ্লামেঙ্গোতেই আশ্রয় হলো রোনালদিনহোর। ৩০ বছর বয়সী রোনালদিনহো এবং তাঁর নতুন ক্লাব ফ্লামেঙ্গো দুই পক্ষই নিশ্চিত করেছে চুক্তির বিষয়টি। দুবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের সঙ্গে ফ্লামেঙ্গোর চুক্তিটা হয়েছে চার বছরের, তাঁর মাসিক বেতন প্রায় নয় লাখ ডলার। গ্রেমিওর সঙ্গে চুক্তি না হলেও ফ্লামেঙ্গোর হয়ে দেশে ফিরতে পেরে নিশ্চয়ই খুশি রোনালদো ডি অ্যাসিস মরেইরা ওরফে রোনালদিনহো। ২০১৪ বিশ্বকাপ যে দেশের মাটিতেই!

No comments

Powered by Blogger.