মস্কো-ওয়াশিংটন পরমাণু সহযোগিতা চুক্তি কার্যকর

মস্কো ও ওয়াশিংটনের মধ্যে বহু প্রতীক্ষিত পরমাণু সহযোগিতা চুক্তি গতকাল মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। এই চুক্তির অধীনে মার্কিন কোম্পানিগুলো রাশিয়ার কাছে পারমাণবিক চুল্লি ও উপকরণ বিক্রি করতে পারবে। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। পরমাণু জ্বালানির শান্তিপূর্ণ ব্যবহারের প্রশ্নে সম্পাদিত এই সহযোগিতা চুক্তিটি ‘১২৩ চুক্তি’ নামেও পরিচিত। রাজধানী মস্কোয় গতকাল রাশিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন বের্লি ও রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রেবকভ চুক্তির কাগজপত্র বিনিময় করেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ কথা জানিয়েছেন।

No comments

Powered by Blogger.