দ্বিতীয় রাউন্ডে যাওয়াটাই হবে বড় অর্জন

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ যদি দ্বিতীয় রাউন্ডে যেতে পারে, তাহলে সেটিই হবে বড় অর্জন’—এমনটাই মনে করেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন। বাংলাদেশের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে প্রথম আলো অনলাইনের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।
মিনহাজুল বলেন, ‘সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ভালো করলেও বিশ্বকাপ ক্রিকেট সম্পূর্ণ অন্য মেজাজের প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় সব দেশই পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে খেলতে আসে। গ্রুপ পর্যায়ে বাংলাদেশকে মোকাবিলা করতে হবে ভারত, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মতো দলগুলোর। যারা অভিজ্ঞতায় বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে আছে। তাই দুই সহযোগী সদস্য হল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের পাশাপাশি বাকি চার অভিজ্ঞ দলের বিপক্ষে একটিতে যদি দল জয় পায়, তাহলেই আমি খুশি।’
সাবেক অধিনায়ক ও বাংলাদেশের অন্যতম ক্রিকেট ব্যক্তিত্ব মিনহাজুল আবেদীন আরও বলেন, ‘তিনটি জয় যদিও দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করার জন্য যথেষ্ট। তবে আমি মনেপ্রাণে চাই, বাংলাদেশ আরও ভালো খেলুক। নিজ দেশের মাটিতে, বিশাল সমর্থনের সুবিধা নিয়ে বাংলাদেশ যদি আরও দুই-একটি ম্যাচ জিতে যায়, তাহলে সেটি হবে বোনাস।’
অধিনায়ক সাকিব আল হাসানকে একজন বিশ্বমানের ক্রিকেটার হিসেবে অভিহিত করে মিনহাজুল বলেন, ‘সাকিব বাংলাদেশ দলের সেরা ক্রিকেটার। দলের সেরা ক্রিকেটারকে কেন্দ্র করেই দলের সবকিছু পরিচালিত হয়, বাংলাদেশ দলেরও সেরা খেলোয়াড় সাকিব।’ দলের সেরা খেলোয়াড়কে অধিনায়ক নির্বাচন করে বিসিবি সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি মনে করেন।দেশের মাটিতে আয়োজিত বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দেওয়া সাকিবের জন্য বড় কোনো চাপ হয়ে দেখা দেবে না বলেই বিশ্বাস মিনহাজুলের। তিনি বলেন, ‘সাকিবকে আমি অনেক আগে থেকেই চিনি। সে মানসিকভাবে প্রচণ্ড শক্ত। তাই সব ধরনের চাপ ও কাটিয়ে উঠতে সক্ষম হবে।’
চলতি ঘরোয়া ক্রিকেটে শাহরিয়ার নাফীস ও অলোক কাপালির চমত্কার পারফরম্যান্স বিশ্বকাপের দল নির্বাচনের সময় নির্বাচকদের চাপে ফেলবে কি না—এমন এক প্রশ্নের জবাবে মিনহাজুল আবেদীন বলেন, ‘একটি দলে সাত-আটজন খেলোয়াড় থাকে অটোমেটিক চয়েজ। দল নির্বাচনের সময় একজন বা দুজন খেলোয়াড় এদিক-ওদিক হতেই পারে।’
মাশরাফি বিন মুর্তজা ইনজুরির কারণে বিশ্বকাপ দলে থাকতে না পারাটা হবে চরম দুর্ভাগ্যের ব্যাপার—এমনটাই মনে করেন মিনহাজুল। মাশরাফি নিজেও দারুণ দুর্ভাগ্যের শিকার বলেই মনে করেন মিনহাজুল। মিনহাজুল বলেন, ‘মাশরাফি দুর্দান্ত একজন পেসার। একজন উইকেট টেকার। আমি মনেপ্রাণেই চাইব মাশরাফির সুস্থতা। মাশরাফিকে ছাড়া দলের বোলিং আক্রমণ অসম্পূর্ণই থেকে যাবে।’

No comments

Powered by Blogger.