বিশ্বের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র তৈরি করবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র তৈরি করতে যাচ্ছে। এ ব্যাপারে গত সোমবারই নির্মাতা প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে অনুমতি দেওয়া হয়েছে। এটি তৈরি করতে খরচ হবে ১০০ কোটি মার্কিন ডলার। আর এই কেন্দ্রে প্রতিদিন বিদ্যুৎ তৈরি হবে প্রায় এক হাজার মেগাওয়াট। এই বিদ্যুৎ দিয়ে যুক্তরাষ্ট্রের সাড়ে সাত লাখ গ্রাহকের চাহিদা মেটানো যাবে। এতে কর্মসংস্থান হবে প্রায় ১০ হাজার লোকের।
মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্যান সালাজার জানিয়েছেন, ব্লিথ সোলার পাওয়ার নামের ওই বিদ্যুৎকেন্দ্র তৈরি করা হবে মাহাভি মরুভূমিতে। ওই প্রকল্পের আওতায় সেখানে মোট চারটি সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে। একেকটি কেন্দ্রের উৎপাদনক্ষমতা হবে ২৫০ মেগাওয়াট।

No comments

Powered by Blogger.