উ. কোরিয়ার নেতা কিম ও তাঁর ছেলের গোপন পুলিশ সংস্থা পরিদর্শন

উত্তর কোরিয়ার নেতা কিম জং-ইল এবং তাঁর ছেলে ও ক্ষমতার সম্ভাব্য উত্তরাধিকারী কিম জং-উন সে দেশের গোপন পুলিশ সংস্থা পরিদর্শন করেছেন। গতকাল মঙ্গলবার সে দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থায় এ খবর জানানো হয়।
ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের নিয়ে বাবা ও ছেলে কোরিয়ান পিপলস আর্মির ১০২১৫ নম্বর ইউনিট পরিদর্শন করেন। এই শাখা উত্তর কোরিয়ার গোপন পুলিশ সংস্থা হিসেবে কাজ করে। বার্তা সংস্থার খবরে বলা হয়, পরিদর্শনে ওই সংস্থার সদস্যদের প্রশংসা করেন কিম জং-ইল।
গত মাসেই দেশটির ক্ষমতাসীন দলের সম্মেলনে মাত্র ২৭ বছর বয়সী উনকে খুবই উঁচু পদ দেওয়া হয়। বার্তা সংস্থার খবরে উনের নাম বাবা কি জং-ইল ও সামরিক বাহিনীর প্রধান রি ইয়ং-হোর পরই লেখা হয়েছে।
এর আগে সোমবার বাবার সঙ্গে একটি জনসমাবেশে যোগ দেন উন। চীনের সঙ্গে উত্তর কোরিয়ার ৬০ বছরের সামরিক সহযোগিতার সম্মানে ওই সমাবেশের আয়োজন করা হয়।

No comments

Powered by Blogger.