উইকিলিকস-প্রধানের বিরুদ্ধে আবার তদন্ত শুরু
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জের বিরুদ্ধে ধর্ষণ মামলার অভিযোগের তদন্ত পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন সুইডেনের আদালত।
ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গত সপ্তাহে আদালত আবার গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করেন। আইনজীবীরা জানিয়েছিলেন, অ্যাসেঞ্জকে আর সন্দেহ করা হচ্ছে না।
ধর্ষণের অভিযোগে মামলা করা নারীর আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত আবার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। এক বিবৃতিতে সুইডেনের পাবলিক প্রসিকিউটর ডিরেক্টর ম্যারিয়ান নায় বলেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ধর্ষণের অভিযোগটি আরও তদন্ত করার প্রয়োজন রয়েছে। নায় নিজেই নতুন তদন্তের নেতৃত্ব দেবেন।
তবে উইকিলিকস-প্রধান তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।
সম্প্রতি আফগান যুদ্ধ বিষয়ে অনেক গোপন নথি ফাঁস করে হইচই ফেলে দিয়েছেন উইকিলিকস।
ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গত সপ্তাহে আদালত আবার গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করেন। আইনজীবীরা জানিয়েছিলেন, অ্যাসেঞ্জকে আর সন্দেহ করা হচ্ছে না।
ধর্ষণের অভিযোগে মামলা করা নারীর আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত আবার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। এক বিবৃতিতে সুইডেনের পাবলিক প্রসিকিউটর ডিরেক্টর ম্যারিয়ান নায় বলেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ধর্ষণের অভিযোগটি আরও তদন্ত করার প্রয়োজন রয়েছে। নায় নিজেই নতুন তদন্তের নেতৃত্ব দেবেন।
তবে উইকিলিকস-প্রধান তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।
সম্প্রতি আফগান যুদ্ধ বিষয়ে অনেক গোপন নথি ফাঁস করে হইচই ফেলে দিয়েছেন উইকিলিকস।
No comments