আটক দুই ইয়েমেনি হামলার পরিকল্পনা করেনি: যুক্তরাষ্ট্র
মার্কিন কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের শিকাগো থেকে যাওয়া যে দুজন ইয়েমেনি নাগরিককে আমস্টারডামে গ্রেপ্তার করা হয়েছে, তাঁরা সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিলেন, এমনটা তাঁরা মনে করেন না। তাঁদের আজ বৃহস্পতিবার আমস্টারডামে আদালতে হাজির করা হবে।
আমস্টারডামের শিফল বিমানবন্দর থেকে গত সোমবার তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা ইয়েমেনের রাজধানী সানায় যাচ্ছিলেন। ডাচ কর্তৃপক্ষ বলছে, ওই দুই ইয়েমেনির কাছে সন্দেহজনক জিনিসপত্র ছিল। কিন্তু তাঁদের লাগেজে আসলে কী পাওয়া গেছে, সে ব্যাপারে কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি।
কর্তৃপক্ষ জানায়, দুই ইয়েমেনি সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিলেন। এ জন্য তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি বা তাঁদের ছেড়েও দেওয়া হয়নি। এ ব্যাপারে ডেনমার্কের আইন মন্ত্রণালয়ের মুখপাত্র থিও ডি আনজু বলেছেন, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তের শেষে তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে।
আমস্টারডামের শিফল বিমানবন্দর থেকে গত সোমবার তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা ইয়েমেনের রাজধানী সানায় যাচ্ছিলেন। ডাচ কর্তৃপক্ষ বলছে, ওই দুই ইয়েমেনির কাছে সন্দেহজনক জিনিসপত্র ছিল। কিন্তু তাঁদের লাগেজে আসলে কী পাওয়া গেছে, সে ব্যাপারে কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি।
কর্তৃপক্ষ জানায়, দুই ইয়েমেনি সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিলেন। এ জন্য তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি বা তাঁদের ছেড়েও দেওয়া হয়নি। এ ব্যাপারে ডেনমার্কের আইন মন্ত্রণালয়ের মুখপাত্র থিও ডি আনজু বলেছেন, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তের শেষে তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে।
No comments