ইরানে কারাবন্দী ৮১ বিরোধীদলীয় সমর্থককে ক্ষমা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনী কারাবন্দী ৮১ জন বিরোধীদলীয় সমর্থককে ক্ষমা করে দিয়েছেন। গত বছরের জুনে বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের সময় বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তাঁদের গ্রেপ্তার করা হয়। দোষী সাব্যস্ত হওয়ার পর আদালত এই ৮১ জনকে মৃত্যুদণ্ডসহ ছয় মাস থেকে ১৫ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাজা দেন।
আগামী ১২ জুন নির্বাচনের এক বছর পূর্তি উদ্যাপনের আগে এই ক্ষমাকে শুভলক্ষণ হিসেবে দেখা হচ্ছে। তবে বিরোধী দল নির্বাচনের সময় সড়কে প্রতিবাদ করার ঘোষণা দিয়েছে। সরকারও যেকোনো ধরনের বিশৃঙ্খল সমাবেশ মোকাবিলার ঘোষণা দিয়েছে। গত বছরের প্রেসিডেন্ট নির্বাচন-পরবর্তী প্রতিবাদে প্রেসিডেন্ট আহমাদিনেজাদ ভোট জালিয়াতির মাধ্যমে পুনর্নির্বাচিত হয়েছেন বলে বিরোধী দলের সমর্থকেরা দাবি করছিল। বিচার বিভাগের অনুরোধে এসব বন্দীকে ক্ষমা করলেও সর্বোচ্চ নেতার ওই ওয়েবসাইটে তাঁদের পরিচয় জানানো হয়নি।

No comments

Powered by Blogger.