বিটিআরআইয়ের বার্ষিক প্রশিক্ষণ কোর্স শুরু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) ৪৫তম বার্ষিক প্রশিক্ষণ কোর্স গতকাল শনিবার শুরু হয়েছে।
চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ রুহুল আমীন প্রধান অতিথি হিসেবে এ কোর্সের উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের (বিটিএ) সদস্য শফিক আহমেদ চৌধুরী ও চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক হারুন অর রশিদ। চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট মিলনায়তনে কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মুকুল জ্যোতি দত্ত। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিটিএর সিলেট শাখার চেয়ারম্যান এম এ আউয়াল ও সিনিয়র টি প্ল্যান্টার্স ইয়াকুব আলী।
প্রশিক্ষণ কোর্সটিতে সিলেট, চট্টগ্রাম ও পঞ্চগড়ের বিভিন্ন চা-বাগান থেকে ৩১ জন ব্যবস্থাপক যোগ দেন। কোর্সটি আগামী ২৫ মার্চ পর্যন্ত চলবে।

No comments

Powered by Blogger.