ইরানে বিক্ষোভের আহ্বান জানালেন নোবেলজয়ী এবাদি

শান্তিতে নোবেল পুরস্কারজয়ী ইরানের মানবাধিকারকর্মী শিরিন এবাদি এ সপ্তাহে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় রাস্তায় বিক্ষোভ-সমাবেশ করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক সংবাদপত্র সানডে টেলিগ্রাফের সঙ্গে এক সাক্ষাত্কারে তিনি এ আহ্বান জানান। খবর এএফপির।
লন্ডনে নির্বাসিত এবাদি জানান, তিনি ইরান সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভকে সমর্থন করেন। সানডে টেলিগ্রাফকে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, জনগণ এ বিক্ষোভে অংশ নেবে।’
এবাদি বলেন, ‘তাদেরকে তাদের অধিকারের দাবি জানাতে হবে। তবে এটি করতে হবে শান্তিপূর্ণভাবে। সরকার স্বভাবতই চায় জনগণ সহিংস হোক। কারণ, সহিংস হলে জনগণকে দমনে সরকার একটি অজুহাত পাবে। তাই সরকারকে জনগণের ওই এই সুযোগ দেওয়া ঠিক হবে না।’
ইসলামি বিপ্লবে ইরানের শাহ-শাসনের পতন ঘটে। মোহাম্মাদ রেজা শাহ পাহলভি ১৯৭৯ সালের জানুয়ারি মাসে ইরান ছেড়ে চলে যান। পরের মাসেই ফ্রান্সে নির্বাসন থেকে আয়াতুল্লাহ রুহুলুল্লাহ খোমেনি দেশে ফিরে আসেন এবং ইরানের সর্বোচ্চ নেতা হন।

No comments

Powered by Blogger.